এই ভদ্রলোকটি পুরো একটি বছর অন্যের জন্মদিনে শুভেচ্ছা জানাত। সকাল বেলা ব্লগ খুলে দেখা যেত আজ কার কার জন্মদিন। ইদানিং তিনি আর ও পথ পা মাড়ান না। আমি ভাবতাম আমার জন্মদিন কি তিনি জানেন। আর জানলেও কি আমার জন্য একটা পোস্ট লেখার সময় তার আছে। তিনি আমাকে ঐ বছর নিরাশ করেন নি। এক মানবিক ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত থাকার পরও তিনি একটা পোস্ট লিখেছিলেন আমাকে শুভেচ্ছা জানাতে। আমি ধন্য আমি ধন্য। পাওনাটা ফিরিয়ে দেয়ার একটা সুযোগ খুজছিলাম। পাই নি।
সকালে ব্লগে এসে দেখলাম আজ তার জন্মদিন (Click This Link)। আজ আমাদের প্রিয় ব্লগার মিলটনের জন্মদিন। শুভ জন্মদিন, মিলটন ভাই। আপনি আপনার পরিবার নিয়ে ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


