বাংলা সিনেমা বলতে এখানে বাংলাদেশে নির্মিত সিনেমার কথা বলা হচ্ছে।
০১. আপনার প্রথম দেখা বাংলা মুভির নাম কি?
০২. আপনার দেখা তিনটি বাংলা মুভির নাম বলুন।
০৩. কোনটি আপনার কাছে সবচেয়ে ভাল লেগেছিল এবং কেন?
০৪. বাংলা সিনেমার ইতিহাসে আপনার পছন্দের নায়ক নায়িকা কারা?
০৫. বাংলা মুভির কোন ডায়লগগুলো আপনার মনে দাগ কেটেছে?
০৬. কার নাচ বেশী ভাল লাগে- শাবানা,অঞ্জুঘোষ,ময়ুরী বা অন্যকেউ?
০৭. আপনি সর্বশেষ কবে বাংলা সিনেমা দেখতে হলে গিয়েছিলেন?
আমার নিজেরটা দিয়ে শুরু করি -
০১. প্রথম দেখা বাংলা মুভি 'পুরস্কার', (খুব সম্ভব বুলবুল আহমেদ, জয়শ্রী কবির অভিনীত)।
০২. উল্লেখযোগ্য তিনটি ছবি হলো - জন্ম থেকে জ্বলছি, চন্দন দ্বীপের রাজকন্যা, আগুনের পরশমনি
০৩. 'জন্ম থেকে জ্বলছি' সবচেয়ে ভাল লেগেছিল। ছবির প্রতিটি গানই অসাধারন, আর ববিতা ও বুলবুল আহমেদের অনবদ্য অভিনয়।
০৪. বুলবুল আহমেদ, ফারুক, কবরী, ববিতা
০৫. "... কিন্তু উপরে একজন আছেন তিনি এর বিচার করবেন"
০৬. অবশ্যই অঞ্জুঘোষ। 'নরম গরম' ছবিতে অঞ্জুর কোমর দোলানো"ওরে ও বাশীওয়ালা... " বাংলা সিনেমার জটিলতম গান।
০৭. ২০০১ সালে, বলাকা সিনেমা হলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




