অবশেষে যখন সাড়ে এগারটার উপড়ে বাজল তখন আমার মেয়ে তার উত্তেজনা আর আনন্দ ধরে না রাখতে না পেরে মার কাছে বারবার যাচ্ছিল আর তাগাদা দিচ্ছিল। এসব দৃশ্য দেখে আমার যে কি পরিমান ভাল লাগছিল........... যাহোক, মা মেয়ে দুইজন মিলে যে আয়োজন করে রেখেছিল তা একসময় বের করে আনল। ওদের এসব কান্ড কারখানা দেখে আমি এতই আনন্দ অনুভব করলাম ও পুলকিত হলাম যে, বিধাতাকে মনে মনে ধন্যবাদ দিলাম, আমাকে একটি সুখী পরিবার উপহার দেওয়ার জন্য এবং এও বললাম হে খোদা -জীবন আমার সার্থক, তুমি আমাদেরকে এভাবেই সুখে রেখো এর বেশী কিছু চাইনা।
একসময় মেয়ের হাত ধরে কেক কাটলাম, খেলাম ও খাওয়ালাম। দুহাত বাড়িয়ে ওদের দেওয়া উপহার নিলাম। বাস্তবিক অর্থেই, সব মিলিয়ে কাল রাত্রে আমার ঘরে স্বর্গ সুখ বিরাজ করছিল। সবাই দোয়া করবেন, এরকম স্বর্গ সুখেই যেন বাকী দিনগুলো কাটাতে পারি, এর বেশী বিধাতার কাছে আর কিছু চাইনা।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



