ইন্টারমিডিয়েট লাইফটা মাত্র ২ বছরের হলেও কিছু স্মৃতি আছে যা এখনও নস্টালজিয়ায় ভোগায়। সেরকম কয়েকটা ঘটনা শেয়ার করছি-
ঘটনা-১
কলেজে আমরা নিয়মিত যাইতাম,কিন্তু ক্লাস করতাম না। বেশিরভাগ সময়ে নিউমার্কেটে ঘুরাঘুরি করতাম। একদিন ফুটপাতে রুমালের দরদাম করতাছি।দোকানদার ১০ টাকা পিস চাইলো।বন্ধুদের মধ্যে সাকি ছিল মুলামুলিতে বিশেষ পারদর্শী। সে বললো মামা ২ টাকা দিবা?
পরবর্তী ঘটনা অতীব মর্মান্তিক। মামা সুন্দরমত তার রুমালের বান্ডিল টা পিছনে সরায়ে রাখলো আর বললোঃআপনাগো কাছে রুমাল বেচুম না।
ঘটনা-২
বন্ধু সালেহীন রে নিয়া মাত্রই কলেজ গেটে পা রাখলাম, দেখা রাব্বির সাথে। ওইদিন ছিল প্রি-টেস্ট বায়লোজি পার্ট টু পরীক্ষা।রাব্বি সালা(সালেহীন) রে তাল দিলো-ল মামা আইজ পরীক্ষা না দেই,ল পুল খেলতে যাই। আর যায় কোথায়? ২ বীর পুল খেলতে চইলা গেল রাইফেলস স্কয়ারের দিকে,আমারে গুডলাক জানায়ে।
আমাদের রেজাল্ট দিত নোটিশ বোর্ডে রোল টানায়ে-সব বিষয়ে পাশ,১ বিষয়ে ফেল,২ বিষয়ে-এভাবে।স্বভাবতই সালেহীন ১ বিষয়ে ফেলের লিস্টে রোল খুজতে লাগলো। নাই।
-হায় হায় মামা,আমি তো তাইলে ২ বিষয়ে ফেল-সে শুধায় আমারে
-চেক কর,আমি বলি।
২ বিষয়ের লিস্ট এ ও নাই। ৩ বা ততোধিক বিষয়ে ফেলের লিস্টেও তার রোল খুজে পাওয়া গেল না। হায় হায়।
শেষ পর্যন্ত কি আর করা। আমি বললাম সব বিষয়ে পাশের লিস্টিতে খুজ।ওই ১ টাই তো বাকি।
অবিশ্বাস্য হইলেও সত্য, ওই লিস্টেই তার রোল পাওয়া গেল(ঘটনা সত্য)।
ঘটনা-৩
আমি আর বন্ধু পুলক কলেজ ক্যাম্পাসে ঢুকার সময় ম্যাথের মহিউদ্দিন স্যারের সাথে দেখা। আমি সালাম দিলাম। স্যার চইলা যাওয়ার পর পুলকের জিজ্ঞাসা-ব্যাডা কে?
-ভদ্রলোক আমাদের গণিত ক্লাস নেন।
-ও,আচ্ছা।
(বুঝেন অবস্থা!!!)
এরাম বহুত আছে,সব মনেও নাই। মনে পড়লে অন্য কোন পোস্টে দিবো।
যাওয়ার আগে আর ১ টা ঘটনা শেয়ার করতেছি,যদিও পোস্ট রিলেটেড না-
ঈদের রাতে পুলকের সাথে দেখা। খবর জিজ্ঞাস করতেই বললো ভাল না।
-কি হইছে?
-বাপে বাড়ী থিকা বাইর কইরা দিছে।
-ক্যান ক্যান?
-গার্লফ্রেন্ডের লাইগা ১ টা ফতুয়া কিনছিলাম। হেইডা বাপে জানছে।তুফান ঝগড়া। একপর্যায়ে আমি কইছি-তুমি তোমার বউ এর লাইগ্যা শপিং করতে পারলে আমি পারুম না কেন?
এরপর বাইর কইরা দিছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



