ফুটবল বিশ্বকাপের জোয়ার ক্রিকেটের এশিয়া কাপ তো এমনিতেই নিষ্প্রভ
তারপরও কিরকেটের প্রতি আলাদা টানে খেলা দেখতাছিলাম
দলটাও আবার বাংলাদেশ : ১৫৪/৪ দেখার মিনিট পাচেক পর যা ঘটলো :
প্রথম দুই ওভার : রানরেট দশের উপ্রে
আউট হওয়া শুরু
রানরেটও কমতাছে
আউটও হ্ইতাছে
অতপর একটা আশাজাগানিয়া হ্যাঙলামো জুটি
ব্যাটসম্যান বীরু (শেবাগ) কে বোলার সম্মান দেয়া
অবশেষে দুদান্ত স্কোর : ১০ জনে ১৬৭
ইয়েস : দ্যা কমিটমেন্ট অব বিডি ক্রিকেটার ফর দেয়ার মাদারল্যান্ড
বাংলাদেশ ক্রিকেট দলের হ্যাংলাদের খেলা দেখে রাগ ধরে যায়
আমার দেশ তো!
মেজাজ খারাপ হলেও দেশের টিমের খেলার প্রতি আকর্ষণ দমে থাকেনা।
কিন্তু পরিস্থিতি একই টাইপের : আসো উল্টা পাল্টা ডান্ডা ঘোরাও বাসায় বউ (অথবা প্রেমিকা) একা- তারাতারি ঘরে যাও!!!!
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



