ব্লগার ডাক্তার ভাই বোনদের কাছে পরামর্শ চাচ্ছি :
আমি ২৮ বছর বয়সের ডায়াবেটিক রোগী। নিয়মিত ইনসুলিন নিচ্ছি। গত সপ্তাহের শুক্রবারে শরীরে অস্বস্তিবোধ করায় সুগার চেকাপ করে দেখি ৪.৫ মাত্রায় এসেগেছে। তারপর ইনসুলিন নেয়া বন্ধ করে দিই। গত ৭ দিন যাবত ইনসুলিন নিচ্ছিনা, ইনসুলিন নেয়ার পরিমাণ ছিলো সকালে ১৮ইউনিট এবং রাতে ১০ইউনিট।
গতকাল আবারো শরীরে অস্বস্তি দেখা দেয় সুগার চেকাপ করার পর দেখি ৪.৬ আছে। ইনসুলিন বন্ধ করে দেয়ার কারণে কি এরকম তারতম্য হচ্ছে বা ইনসুলিন নেয়া বন্ধ করে দেয়াটা কি ঠিক হয়েছে?
এখন আমি আবার ইনসুলিন নেয়া শুরু করতে পারবো কি বা নেয়া দরকার কি?
হলে কতোটুকু পরিমাণ নেয়া উচিত?
অনুগ্রহ করে পরামর্শ দেবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



