দুদিন আগেও আমার বুক ভেঙে যাচ্ছিল নিঃস্বাস নিতে কষ্ট হচ্ছিল। একোন বাংলাদেশে আছি? যারা কসাই নামে পরিচিত তাদের জন্য এক শ্রেনীর মানুষ হরতাল ডাকছে। কিছু তরুন গাড়ি ভাঙছে। কসাই,নরপশুদের জন্য!!!
দম বন্ধ হয়ে মরে যাওয়ার কখা বাঙালির। মুন্সী আব্দুর রউফের নতেৃত্বে ছুটে আসছে সাত বীরশ্রেষ্ট। ভা...গো.. অবাধ্য অবুঝ তুরুনেরা।
শাহাবাগ জাগরণ আমাকে আশাবাদি করে তু্লেছে আমার বাচার উপকরণ এনেছে। এই সহায় বাঙালি জাতিকে এই সচেতনাই পারে কেবল রাজতন্ত্রের হাত থেকে রক্ষা করতে। সকল অন্যায় থেকে মুক্ত রাখতে। এই ভাষার মাসে এসে আবার উপলব্ধি করতে পারলাম এই বাংলা ভাষায় পারে আবার আমাদের আলোর পথ দেখাতে। আমি লিখব লেখার জন্য আমার ভেতরের আমি কাতরাছে।
ওদরে আর থাকতে দেওয়া যায়না। যারা এই অপার সম্ভাবনাময় দেশটাকে টেনে হিচড়ে নিয়ে বেড়িয়েছে বেড়ায় এবং বেড়াতে চাই। তাদের রুখতে হবে!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




