ভাষা হারিয়ে ফেলেছি । খুব হতাশ এই কান্ড দেখে । মানুষ এতো বেহায়া হয় কেমনে ??
তোরা যা করবি রাস্তায় বসে কর। তোরা হুমায়ুন আহমেদের বাসায় আ্যাটাক করবি কেন ???
পুরো খবর :
ঢাকায় আজ সকালে কথা সাহিত্যিক হুমায়ূন স্যার এর মা'র বাসায় ৩টি ককটেল বিস্ফোরিত হয়! ভাগ্যক্রমে ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ এসে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। আমি হাবীব ভাইকে ফোন করলাম। উনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, "আরে বোঝনা, ভাইয়া তো (জাফর ইকবাল স্যার) লিস্টে ৩ নাম্বার । ভয় দেখাইতে ককটেল মারসে আর কি।"
আমার মেরুদন্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। লিস্ট হয়ে গেছে! আবার!!!
এরপরও যদি আমরা বিরোধী দলের অফিসে ঢুকে শুধু তাদেরকেই গ্রেপ্তার করতে ব্যস্ত হই আর এদিক দিয়ে লিস্ট বড় হত থাকে, আর এরপরও যদি প্রধান বিরোধী দল (মনে হয় বিএনপি) শাহবাগীদের নাস্তিক প্রমান করতে জীবন দিয়ে দেয়, তাইলে আর কিছু বলার নাই।
মন মেজাজটা অসম্ভব খারাপ।
ওয়াহিদ ইবনে রেজা ভাই এর স্ট্যাটাস থেকে নেয়া ।
https://www.facebook.com/wahid.i.reza
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




