আমিনি বাহরামী । জন্ম ১৯৭৮ তেহরান । যার দুটো চোখ মুখ এসিডে ঝলসে দিয়েছিল মাজেদ মোভাহেদী নামের এক নরপশু । আমিনি আন্তর্জাতিক বির্তকে আসেন তার তার চোখের বদলে চোখ নীতির কারনে । তিনি আদালতে তার মামলা চলার সময় আর্জি করেন যে তাকে এসিড মেরেছিল তাকে যেন ঠিক একই ভাবে এসিডে চোখ ঝলসে দেয়া হয় । তার প্রার্থনা আদালত মন্জুর করেন শরিয়া আইনের কিসাস নীতির আলোকে । কিসাস নীতি হচ্ছে : সমান প্রতিশোধ ।
তেহরান বিশ্ববিদ্যালয়ে আমিনি এর সহপাঠী ছিল মাজেদ (নরপশু)। মাজেদের প্রেমের প্রস্তাবে আমিনি সাড়া না দেয়ায় সে এসিড এ ঝলসে দেয় আমিনির সুন্দর মুখশ্রী । যার ফলে তার দুই চোখ অন্ধ হয়ে যায় । ইরান সরকার ২৩ হাজার ডলার খরচ করেছিল তার উন্নত চিকিৎসার জন্য ।
অপরাধী মাজেদ ।
ট্রায়াল এবং আমিনি :
আমিনি তার ট্রায়ালে মাজেদের বিপক্ষে সাক্ষ প্রমান দেন এবং তার সাথে এমন অপরাধের জন্য মাজেদের চোখ এসিডে ঝলসে দেয়ার জন্য প্রার্থনা করেন । আমিনি বলেন , নরপশু মাজেদের চোখে ২০ ফোটা এসিড ঢালা হউক ।
ইরানের পাবলিক প্রসিকিউটর, মাহমুদ সালারকি সেটা মন্জুর করেন এবং তিনি সেটার পাবলিক মিডিয়া এক্সেস দেন যাতে এই ধরনের সামাজিক অপরাধ কমে । এই ধরনের অপরাধের যাতে সর্বোচ্ছ শাস্তি হয় সেটা তিনি সবাইকে সচে্তন করতে চেয়েছিলেন । যদিও মানবাধিকার সংঘটন এই শাস্তির তীব্র নিন্দা জানায় (গান্জুটিও গুলার তো কোন কাম কাজ নাই )
শাস্তি এপ্রিল ১৫, ২০০৯ এই দিন ধার্য করা হয় । মাজেদ উচ্ছ আদালতে আ্যাপিল করেন , সেটা নামন্জুর হয় পরের বছর । নতুন তারিখ ধার্য করা হয় মে ১৪, ২০১১। কিন্তু কোন এক কারনে সেটা অনির্দষ্ট কারনে পিছিয়ে যায় ।
জুলাই ৩১, ২০১১ তে আমিনি বাহরামী তাকে ক্ষমা ভিক্ষা দেন এবং বলেন তার এই সিদ্ধান্ত তার দেশের জন্য নিয়েছেন ।
সালাম তোমায় আমিনি বাহরামী । তুমি চিরদিন বেচে থাকবে ।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




