আশা করি আমার এই পোস্ট পাসপোর্ট নিয়ে যাদের সমস্যা তাদের হেল্প করবে ।
সমস্যা : যাদের পিপি তে MD এর স্থলে MOHAMMED চলে আসছে । মানে যাদের সব গুলা সার্টিফিকেট নাম শুরু হইছে MD দিয়ে , কিন্তু এম.আর.পি পাসর্পোটে আপনাদের নাম পরির্বতন হয়ে MOHAMMED চলে আসছে তাদের জন্য , এই পোস্ট । আমার এই সমস্যা ছিল ।
আমি যেভাবে সমাধান পেলাম : যারা যারা এই পোস্ট ফলো করেছেন তারা জানেন লেখক অনেক পথ বলে দিয়েছেন , অনেক টাকা পয়সায় ও পরিশ্রমের কথা বলেছেন কিন্তু আমি উনার কোন পথ ফলো করি নাই ।
নাম নিয়ে সমস্যা এবং সমাধান
আমি সিলেট পাসর্পোট অফিসে গিয়ে আমার নামে সমস্যার কথা জানালাম , উনারা আমাকে বল্লেন ৩ হাজার টাকা জমা দিয়ে আবার নতুন করে আ্যাপ্লাই করতে । এবং নতুন ফরমে পুরাতন পাসর্পোটের নাম্বার লিখে দিতে বল্লেন । আমি ৩ দিনের ভিতর সব কাজ শেষ করে (নতুন করে পাসর্পোট করাতে যা যা লাগে) সব জমা দিলাম । ভাগ্য ভালো থাকায় ঔ দিন ই আমার বায়োমেট্রিক সাইন ও ছবি নিয়ে নিলেন পাসর্পোট অফিস । এবং ২২ তারিখ আমি আমার পরির্বতিত নতুন পিপি পেয়ে গেলাম।
সব মিলিয়ে ২৮ দিন লাগলো পেতে । খরচ হলো - ৩০০০ টাকা । সাথে পুরাতন পাসর্পোট ও দিয়ে দিছেন , কিন্তু ঐটার কভার পেজের একটা অংশ কাটা ।
আপাতত সমস্যার সমাধান হলো । MD নিয়ে অনেকে ভিসা পেয়েছেন ।
পিপি নিয়ে আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে এ করবেন । যথাসাধ্য হেল্প করতে চেষ্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




