
নিত্যান্তই এক ফ্রেন্ডকে নাচাইবার উদ্দেশ্যে কিছুদিন আগে মেয়ের নামে ফেসবুকে একটা একাউন্ট খুলেছিলাম।তারে আর কিছু লুল ফ্রেন্ড্ররে ( যে গুলা মাইয়ার প্রোফাইল পিক দেখলেই রেকোয়েস্ট মারে)
এর কয়েকদিন পর একাউন্টটা খুলে দেখি ১০ টা ফ্রেন্ড রিকোয়েস্ট।
আমি ভা্বলাম আসছে যখন একচেপ্ট কইরা দেই। কিন্তু এর পর থেইকা রিকয়েস্ট শুধু আস্তেই আছে।
কথা হইল এইগুলা পাঠায় কেডা? তারা কি মাইনসের ফ্রেন্ডলিস্ট গাইটা মাইয়া প্রোফাইল পিকের আইডি গুলাতে রিকোয়েস্ট পাঠায়।
(অটঃ এই একাউন্টটা অফ করবার চাই। পারমান্নেন্টলি অফ করার কোনো উপায় আছে? এই রমজান মাসে কার ও লগে আর বিটলামি করে গুনাহগার হতে চাই না)
একাউন্ট ডিএক্টিভেট করলে পুরাপুরি অফ হয় না।পুরাপুরি ডিলিট করার উপায় থাকলে জানিয়ে এই গুনাহগারকে সাহায্য করেন।
ইবুক দুনিয়া
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




