somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে “ডিভি লটারী-২০১২” আবেদনের নিয়মাবলী B-)) B-))

০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন বাংলাদেশী অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১২ কর্মসূচী। প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়।

এই প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল ৫ই অক্টোবর মধ্যহ্ন থেকে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত। ডিভির ফল পাওয়া যাবে আগামী বছরের ১লা মে থেকে ৩০ই জুন পর্যন্ত অনলাইনে।


আবেদনের নিয়মঃ

অন্যান্যবারের মত এবারো ডিভি লটারীর আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে এই ঠিকানায়।
ডিভি আবেদনের দিকনির্দেশিনা বাংলাতে পাওয়া যাবে এইখানে এবং ইংরেজিতে এইখানে।
এইখানে লক্ষনীয় যে, ডিভির আবেদনপ্রক্রিয়া শুরুর দিকে করা ভালো।পরবর্তীতে আবেদনকারীদের চাপ বেশি থাকায় কারীগরি ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে।

আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ

ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ

১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি
৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য

একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।

ছবি সংক্রান্ত তথ্য ( ধরন,আকার,ফরমেট)

অনেকেই ডিভি ফরমের সঙ্গে কেমন ছবি সংযুক্ত করতে হবে তার সঠিক নির্দেশনা না জেনে আবেদন করেন।ফলে আবেদন গ্রহনযোগ্য হয় না। আবেদনকারী নিজেই ছবির গ্রহনযোগ্যতা পরীক্ষা করতে পারবেন এই ঠিকানার “ফটো-ভেলিডেটর” থেকে।
ছবি নেয়ার মাধ্যম দুইটি -ক্যামেরা ও স্ক্যানার। সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ডে এমনভাবে ছবি তুলতে হবে যাতে ছবির ৫০ থেকে ৬৯ শতাংশ জায়গাজুড়ে আবেদনকারীর মুখমন্ডল দেখা যায়।




ক্যামেরায় তোলা ও স্ক্যান করা ছবির ক্ষেত্রে “২৪ বিট কালার” হতে হবে।(ফটোশপে ২৪ বিট ছবি বানানোর নিয়ম দেখতে এখানে ক্লিক করুন ) ছবির ফরম্যাট করতে হবে জেপিইজি (.JPEG) ফরম্যাট এ। ছবির রেজ্যুলেশন হবে ৬০০ পিক্সেল(দৈর্ঘ্য) এবং ৬০০ পিক্সেল (প্রস্থ) । স্ক্যানের ক্ষেত্রে ডিপিয়াই(DPI) দিতে হবে ৩০০। লক্ষ রাখতে হবে ছবির সাইজ যেন ২৪০ কিলোবাইটের বেশী না হয়।

ডিভি আবেদনকারীর যোগ্যতাঃ

নূন্যতম ১২ বছরের শিক্ষা অর্থাৎ উচ্চ-মাধ্যমিক ( এইচ.এস.সি) স্তর সম্পন্নকারীরাইডিভি আবেদনের যোগ্য। যারা উচ্চ-মাধ্যমিক পাস করেননি তারা যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত কাজে দুই বছরের অভিজ্ঞতা বা প্রশিক্ষন থাকলেই আবেদন করতে পারবেন।

কোন কোন পেশার/কাজের গ্রহনযোগ্যতা যুক্তরাষ্ট্রে আছে তা জানতে এইখানে ক্লিক করুন।

আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যাতা বা পেশার সনদের দরকার হয়না। ডিভিপ্রাপ্তির পরই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ডিভির ফলাফলঃ



যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের এই সাইটে পাওয়া যাবে ডিভি ভিসাপ্রাপ্তির তথ্য।আবেদনকারীরা প্রাপ্ত “কনফার্মেশন নাম্বার” বা নামের শেষাংশ বা পারিবারিক নাম ও জন্মসালসহ এই সাইটে সাবমিট করলেই জানা যাবে ভিসাপ্রাপ্তির তথ্য। যারা ডিভি জেতেননি তাদের কোনো তথ্য এই সাইটে প্রদর্শিত হবে না। এছাড়াও আগে ডাকযোগে চিঠির মাধ্যমেও বিজয়ীদের জানানো হতো কিন্তু এবার তা জানানো হবে না।শুধু ১ মে থেকে এন্ট্রি স্ট্যটাস চেক করে ফলাফল জানা যাবে।আর যে মেইল দিয়ে ডিভির জন্য আবেদন করবেন সেটি মাঝে মাঝে চেক করবেন যাতে সেটি বন্ধ হয়ে না যায়।


বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন এইখানে।

(তথ্যসমুহ দৈনিক পত্রিকা ও ডিভি লটারীর সাইট থেকে সংগ্রহ করা হয়েছে)

অফটপিকঃ অরিজিনাল প্রিন্টের ইবুক লাগলে এখানে খোজ করতে পারেন
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৫
৭৩টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×