
২০০৬ সালের ২৮শে অক্টোবর আপনার মনে থাকতে পারে আবার নাও থাকতে পারে। যাই হৌক সংক্ষেপে বলছি ঐ দিনের ঘটনা। প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে তরতাজা যুবকদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। যেই যুবকদের লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তারা ছিল শিবির কর্মী; জামায়তে ইসলামীর ছাত্র সংগঠনের একজন কর্মী। পৈশাচিক কায়দায় হত্যা করা লাশটিকে গুম করার চেষ্টাও কম করা হয়নি।
হয়ত শিবির কর্মী ছিল বলে তার নৃশংসভাবে হত্যার বিচার আজও হয়নি। যুবদল অথবা যুবলীগ কর্মী হলে তার কোন কথাই ছিল না। হয়ত সেই শিবির কর্মীর হত্যার বিচার কোন দিনও হবে না, কারন সে তো শিবির কর্মী।
আজকেও সেই ২৮শে অক্টোবর কিন্তু সাল ২০০৯। আওয়ামী লীগ ক্ষমতায়। ১০ টাকার চাল খাওয়া হলো না, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমলো না, নাগরিকদের কোন নিরাপত্তা নেই, নেই মা-বোনদের ইজ্জত রক্ষার প্রচেষ্টা, যুদ্ধাপরাধীদের বিচারের কোন নাম গন্ধ নেই, হয়ত ২০২৩ সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
যাই হৌক এর মধ্যেই আছে বর্তমান আওয়ামী সন্ত্রাসী সরকারের অনেক কিছু অর্জন।
১) সন্ত্রাসী যুবলীগ কর্মীদের পূনর্বাসন
২) টেন্ডারের মাধ্যমে বাংলাদেশের খনিজ সম্পদ ভারতের হাতে তুলে দেওয়া
৩) বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী নিঃশেষ করে দেওয়া
৪) দখলদারিত্ব-সন্ত্রাস-টেণ্ডারবাজি-চাঁদাবাজিতে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামিলীগ কর্মীদের অবস্থান প্রথম (গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্যতা সম্পন্ন খলদারিত্ব-সন্ত্রাস-টেণ্ডারবাজি-চাঁদাবাজিতে)
আমার থেকে বেশি আপনারাই জানেন। কিন্তু সবাই চুপ। হয়ত আজও আপনাদের মনে সেই লগি বৈঠার ভয় আছে। ভয় আছে সেই শিবির কর্মীর মত নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে নিহত হওয়ার।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



