somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতনা চোখের জল ঝরালে তুমি | কে জানে...(একের ভিতর তিন)

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১/ গান-



কতনা চোখের জল ঝরালে তুমি,
তবুও তোমাকে ভুলতে পারিনা।
অনেক পুড়েছি তোমায় ভালবেসে,
বিনিময় পেয়েছি শুধু ছলনা।

পুড়ে পুড়ে জেনেছি সোনা খাঁটি হয়,
বিরহের আগুনে পুড়ে প্রেমিক হৃদয়।
আগের মতই আছো এই জীবনে,
চাই না কিছুই আর তোমাকে ছাড়া।

ভুলবো কি করে তুমি জীবনের প্রাণ,
তুমি ছাড়া পৃথিবী মনে হয় শ্মশান।
মনের আকাশে চাঁদ সূর্য তুমি,
তপ্ত দেহ বুকে চৈত্র খরা।
কতনা চোখের জল ঝরালে তুমি
তবুও তোমাকে ভুলতে পারিনা।

গান : কতনা চোখের জল ঝরালে তুমি
কথা : নাঈম জাহাঙ্গীর নয়ন

গানটি এসডি রুবেলের গাওয়া 'অনেক বেদনা ভরা আমার এজীবন' গানটির সুরে নিজের কথা দিয়ে সাজানো, গেয়েও রেখেছি খালি গলায়। জানিনা কতটুকু মিলাতে পেরেছি, তবুও যদি একটু ভালো লাগে তো তাতেই আমার ভালো লাগা, প্রেরণা।

২/
Who knows without me
      ____Naim Jahangir Noyon

Coming out of business hours
Night bed,
Emptiness surrounds the sky of the mind,
Dreams are all like a white cloud,
The frozen body-minded courtyard.

Heartache and chest in the chest,
I slept many nights in the morning,
By the angle of sleeping eyesight,
How many dark tears have spread;
Still, you came to your imagination,
Who knows without me - sleeping in the night is nighu

Warmth, fourpus,
They are constantly thrilled and are happy;
The sound of loud breath in the pair,
Pull your drunk lips into the shaking lips,
How many nights are satisfied with the chase away in a chain?

আরে নাহ! আমি ইংরেজি বলতে পারিনা। নিচের কবিতাটি গত পরশু রাতের শেষ প্রহরে লিখেছিলাম কোনমতো। আজ কৌতুহলী হয়ে ট্রান্সলেট অ্যাপে পেষ্ট করি। সেখান থেকেই তুলে এনেছি ইংরেজিটুকু। জানিনা কতটা মিলেছে, তবুও ভাব নিলাম আর কি।


কে জানে আমি ছাড়া
__নাঈম জাহাঙ্গীর নয়ন

সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে এসে
রাতের শূন্য বিছানায়,
শূন্যতা ঘেরা মনের আকাশ জুড়ে,
স্বপ্ন'রা সব ভেসে বেড়ায় সাদা মেঘের মতো,
নিথর দেহ-মনের আঙিনায়।

হৃদয়ের ছটফটানি আর বুকের দহনে,
অনেক রাত ভোর করেছি নির্ঘুম,
ঘুমহীন চোখজোড়ার কোণ বেয়ে,
গড়িয়েছে কতো গাঢ়তর অশ্রুজল;
তবুও কল্পনার সিঁড়ি মাড়িয়ে তোমারি আগমণ,
কে জানে আমি ছাড়া- ঘুমে মগ্ন রাত্রি নিঝুম।

উষ্ণতায় ভরে উঠে চারিপাশ,
বারবার শিহরিত হতে থাকে দেহমন কাঙ্ক্ষিত সুখে;
যুগল বক্ষস্থে ঘন নিঃশ্বাসের শব্দ,
রুদ্ধ মাতাল ঠোট জোড়া তোমার ওই কম্পিত ঠোঁটে,
বন্ধ দুচোখে শিকল বাহুদ্বয়ে তৃপ্ত কতনা রাত।

৩/


আমারও মন চায়
    ___নাঈম জাহাঙ্গীর নয়ন

তোমার স্ট্যাটাস দেখেই বুঝতে পারছি
ও'মনে আজ বৈশাখী ঝড়,
হৃদয় জুড়ে অস্থিরতা, সর্বাঙ্গে যেন বিঁধছে কাঁটা।
কিসের এত কষ্ট তোমার বুকের ভিতর,
দিয়েছো কি মন সে পাষাণ লয় না খবর!!
মনের কষ্ট গুলো লুকিয়ে রাখি হাসি দিয়ে,
কেউ বুঝতেই পারেনা
বুকের ভেতর আগ্নেয়গিরির দহন জ্বালা।
এমন কিছু কষ্ট বুকে চেপে রেখেছি
যা কাউকে বলতে পারিনা,
আসলে বলার মতো
একজন বন্ধুর সন্ধান মিলল না কখনো।

ভাবতে পারো বন্ধু তুমি বলতে মনের কথা,
আদরে সোহাগে তোমার ঘুচবে সকল ব্যথা।

সবাই কি সবকিছু ভুলতে পারে!!
কিছু আঘাত গেঁথে যায় হৃদয়ে,
যতই পুরাতন হোক তা ফিরে ফিরে আসে।
নিশিত একেলা জাগি শূন্য মোর বিছানা,
বুকের মাঝারে তুমি দুচোখে স্বপন রঙিলা!
চাঁদ যদি মোর হইতে বন্ধু মাঝরাতের আকাশে,
ঘুম ভাঙিলেই ভরাইতে মন মধুর প্রেম আলাপে।

এমন গরম দিনে
কাঠফাটা রোদ্দুরে পূবাল হাওয়া,
তপ্ত দেহ-মনে তোমার কোমল স্পর্শ পাওয়া।
বন্ধু তুমি শীতের কাঁথা গরমকালে শীতল পাখা,
বুকের সাথে বুক মিলিয়ে করতে নিশিভোর;
আজও এ'মন তোমায় খুঁজে, আবেগে বিভোর।
বিকেলের সোনা ঝরা রোদ্দুর মেখে গায়,
কতনা প্রহর কাটিয়েছি দুজন নির্জন নিরালায়।

ভেঙে ফেল বন্ধু তোর মৌন দেয়াল,
আছি তোর স্বপ্নে বিভোর হইসনা বেখেয়াল।

আমারও মন চায় তোমার পাশে বসে
প্রিয় মুখটির দিকে চেয়ে থাকি অপলক,
মেঘ-কালো দীঘল চুলে বুলাই হাত,
গভীর ভালোবাসায় চুমো দেই
ওই কাজল-কালো চোখের পাতায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির গল্প, গল্পের ছবি

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×