সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইহা একটি ফাউল পোস্ট।( অবশ্য আমার সবগুলো পোস্ট ই ফাউল হয়
এইচ এস সি ফার্স্ট ইয়ারে স্যার ম্যাডামদের বিভিন্ন নাম দিয়েছিলাম। যেমন, মাথাব্যাথা (ম্যাডামকে দেখলে সবসময় মনে হত তাঁর মাথাবেথা করছে) ,ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ( কারণ বলা যাবেনা
কিছুদিনের মধ্যে এগুলো খুব ছেলেমানুষী (নাকি মেয়েমানুষী) মনে হতে লাগলো।তাই এসব নামকরণ বাতিল হয়ে গেলো।
অনার্সে উঠে এগুলোর প্রতি মোটেও আকর্ষন থাকলো না। কিন্তু এক সপ্তাহ আগে এক স্যারের ক্লাস করে নাম না দিয়ে থাকতে পারলাম না।
স্যার ক্লাসে এসেই অনেক হম্বিতম্বি করছেন। তিনি যে কত বড় কিছু হতে পারতেন এসব বলছিলেন। যাই হোক, আমরা ক্লাসে মন দেয়ার চেষ্টা করলাম।
এমন সময় একটা মেয়ে কথা বলে উঠলে স্যার বললেন, "বাইরে ছুঁড়ে ফেলে দিবো ...... ইত্যাদি।"
আমাদের মেজাজ খুব ই খারাপ হলো,
স্যার বললেন, "কথা বলোনা, আমার মাথার পিছনে ২টা পুঞ্জাক্ষী আছে।"
আমার চোখের সামনে অতি প্রিয়(?) প্রাণী ভেসে উঠলো। তাই আমি আস্তে করে বললাম, "তেলাপোকা"
স্যার চলে গেলে আমার ফ্রেন্ড হেসে বললো, Periplaneta americana.আমি বললাম, না না periplaneta bangladeshi ।
সেই থেকে স্যারের নাম হয়ে গেলো P.B ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




