আইলো যুগ ডিজিটাল, কুত্তায় চাটে বাঘের গাল-৩ ; লাইম লাইটে আসার ধান্দ্বা ইনুর লিখছিলাম এইখানে
ইনু লাইম লাইটে আইস্যা পড়ছেন।বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংসের চক্রান্তকারী ভয়ংকর আত্মঘাতি এক এতিম নেতা। জাসদ গণবাহিনীর মতো চাঁদাবাজ আর ডাকাইতের র্সদার ইনু, সরাসরি কাজী আরেফ হত্যার নায়ক,-হাসিনার পা চাইট্যা আইজ ইনু তথ্য মন্ত্রী হইছে!
" তৈল মর্দন" তোমারে করি হাজারো সেলাম।
আর মন্ত্রী হওয়ার পর কাইল ইনু সংসদে কি কইলেন, শোনেনঃ
"বাঙালি জাতি ও বাঙালির জন্য বঙ্গবন্ধুর যে অবদান, তা যদি ভবিষ্যত্ প্রজন্মের সামনে তুলে ধরতে না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে বিশ্বদরবারে পরিচিত হব।
গতকাল জাতীয় সংসদে ঢাকা-১৬ থেকে নির্বাচিত ইলিয়াস উদ্দিন মোল্লাহ আনীত ‘জাতির জনক বঙ্গবন্ধুর নিজের লেখা আত্মজীবনী সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া’ প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণের প্রেক্ষিতে ইনু বক্তব্য দেন। মন্ত্রী হওয়ার পর গতকালই তিনি প্রথম সংসদে কথা বললেন।
বঙ্গবন্ধু সম্পর্কে ইনু আরও বলেন, বঙ্গবন্ধু একটি ইতিহাসের নাম। তিনি ইতিহাস সৃষ্টি করে নিজে অমর হয়েছেন। তিনি নিজেই ইতিহাসের ঘণ্টা বাজিয়েছেন। তার লড়াই ছিল ঔপনিবেশিক সরকারের ত্রাস। বজ্রকণ্ঠে মুক্তিযুদ্ধের স্থপতি। তার জন্ম না হলে বাঙালির ইতিহাস বলে কিছু থাকত না।
তার অসমাপ্ত আত্মজীবনী সবার কাছে স্বল্পমূল্যে পৌঁছে দেয়ার জন্য কাজ করব। তার জীবন ও কর্ম থেকে শেখার আছে। তার জীবনটাই শেখার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সবার পড়া দরকার।
ইনু বলেন, বাঙালির জাতিসত্তা বিকাশ ও জাতিত্বের চেতনায় বঙ্গবন্ধুর ভূমিকা অম্লান। জীবনের বিনিময়ে তিনি বাঙালির অধিকার ও স্বাধিকার আন্দোলনের পুরোধা। মুক্তির সম্মোহনী শক্তি তিনি প্রবাহিত করেছেন। বঙ্গবন্ধু মানুষের মুক্তি ও আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বাঙালি ইতিহাসের মহানায়ক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তা পালনে সচেষ্ট থাকব। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন—একটি মহাকাব্য, একটি আন্দোলন, একটি পতাকা, একটি ঠিকানা, একটি সংগ্রাম, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান। তিনি রাজনীতির কবি ও জাতির পিতা। ইতিহাসের মহানায়ক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।"
View this link
এই সেই ইনু যে নাকি একদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতো বানাতে চেয়েছিলেন।হাজার হাজার মেধাবী তরুণের জীবন ধ্বংস থেকে শুরু করে বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছেন তারা। জাসদ গণবাহিনী নামে যে আর্মস ব্যান্ড গড়ে তুলেছিল, তার কমান্ডার ছিলেন কর্নেল তাহের আর পলিটিক্যাল কমিশনার ছিলেন হাসানুল হক ইনু। তার হাতে এখনও জাসদের ২০ কর্মীর রক্ত।
View this link
জাসদ-গণবাহিনী সৈনিক সংস্থার বিপ্লবের চালচিত্র-২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



