৭১ এর ছবিগুলো দিলাম। একটা নয়, দু'টো নয় অনেকগুলো, যাতে আপনাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গে। অমি পিয়ালের দেয়া ছবিটিও দিলাম। আওরঙ্গ রঙ্গ করে এটাকে 'ফেইক' বলেছিলা। আওরঙ্গরা আমাদের অতীত নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে রঙ্গ করতেই অভ্যস্ত। প্রতিটি ছবিই ইন্টারনেট থেকেই নেয়া। আপনারাও খুজে বের করতে পারবেন।
যারা আজ অবধি চিহ্নিত রাজাকার, তাদের উদ্দেশ্যে এ ছবি নয়। এ ছবি তাদের উদ্দেশ্যে যারা নিজেদের সুবিধাবাদী চিন্তার আড়ালে আরামের ঘুম খোঁজেন। কে শত্রু, কে মিত্র, নিজেদের সুবিধাবাদী অবস্থানের প্রয়োজনে তা চিনতে ভুলে যান। আপনাদেরকে এ ছবিগুলো দেখতেই হবে। তা না হলে আপনার আমিত্ব বিকিয়ে আপনি এক ক্লিব ছাড়া আর কিছুই নন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




