এরা ধর্মের দোহাই তোলে। পাকিরা ছিল তাদের ধর্মের ভাই। সেজন্যে পাকিদের হাতেই তার তুলে দিয়েছিল তাদের ভাইএর জীবন, তাদের মা-বোনের সম্ভ্রম। নিজের জাতির প্রতি এতবড় বিশ্বাঘাতকতা করার ইতিহাস বিরল। সেজন্যেই এসব পশুদের প্রতি আমাদের ঘৃনা চিরন্তন।
তাদের প্রভু, যাদের পা-চাটায় এই বিশ্বাসঘাতকদের এত পরিতৃপ্তি, এত আগ্রহ, এত পুন্য তারা কি করেছিল তৎকালীন পুর্বপাকিস্তানকে নিয়ে, তার একটি নমুনা তুলে ধরছি।
বিষয় পুর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান
রাজস্ব ব্যয় ১৫০০ কোটি টাকা ৫০০০ কোটি টাকা
উন্নয়ন খরচ ৩০০০ কোটি টাকা ৬০০০ কোটি টাকা
বেদেশিক সাহায্য ২০% ৮০%
আমদানী ২৫% ৩৫%
কেন্দ্রীয় সরকারে চাকুরী ১৫% ৮৫%
সামরিক বাহিনী ১০% ৯০%
চাউল (প্রতি মন) ৫০ টাকা ২৫ টাকা
আটা (প্রতি মন) ৩০ টাকা ১৫ টাকা
সরিষার তেল (প্রতি সের) ৫ টাকা ২.৫০ টাকা
সোনা (প্রতি তোলা) ১৭৫ টাকা ১৩৫ টাকা
(তথ্যসুত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্তের রচনা)
ধর্মের ভাইএর প্রতি এত বৈষম্য কি ধার্মিকতার পরিচয়? তাদের ধর্ম কি তাদেরকে এই শিক্ষাই দিয়েছিল? আর এই ধর্মের প্রভাবেই আমাদের নব্য বিশ্বাসঘাতকের দল দেশের মাটিতে এতটা তৎপর? এই ধর্মের ভাইএর দিকে তাকিয়ে তারা এদেশের নির্মম গনহত্যাকে কাগজ কলমের হিসেবে মিথ্যে সাজানোর চেষ্টা করে? এরা মুখে মুখে নিজেদের দেশপ্রেমী দাবী করলেও, বাঙলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করলেও এরা ভেতরে ভেতরে এই প্রভুদেরই পদলেহন করে। এদের ধ্বংস চাওয়া প্রতিটি বাংলাদেশীর দ্বায়িত্ব।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



