আমার স্নিগ্ধ শ্যামল এ বাংলার
সুযোগ্য সন্তান ছিলে তুমি,
কি মায়াবী হাসি খেলে যেত মুখে
আর
ভিতরে ছিলে.....অসীম সাহসী যোদ্ধা।
শেকড়ের নির্যাসিত রস আস্বাদনে
ছুটে যেতে দূরে -বহুদূরে প্রান্তরে ,
সুশীতল যুদ্ধ ছিল একজন তারেকের,
একজন স্বশিক্ষিত দেশপ্রেমিকের ।
সব কালোকে আলোকিত করবার,
সব অশুদ্ধকে শুদ্ধ করবার.........
অদম্য এক স্পৃহা তাড়িত মানুষ তুমি,
সাধারণের প্রিয় ,ভালবাসার অমূল্য সম্পদ।
শত্রুকে আঘাত করেছো বিবেকের বুলেটে
দগ্ধ হয়েছে নিশিদিন নিজেদের ভিতরে,
ক্ষত- বিক্ষত তাদের নস্ট পাঁজর
কিনতু ছিলনা রক্তের দাগ কোন।
মানবিক মূল্যবোধ যেখানে ছিল বন্দী
কড়া নেড়ে তার হেনেছ আঘাত,
শানহীন ভোতা আর বিকলাঙ্গ বিবেককে
সুস্হ আর স্বাভাবিকে ফেরাতে ...
কি অদম্য চেষ্টা তোমার!
তাইতো আঘাতে রক্তাক্ত করে
ফিরিয়ে দিলাম তোমাকে ।
ক্ষমা করো আমাদের হে বীর !
তবু যদি আমরা সভ্য আর সুস্থ হই।।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



