somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ঈদে তিনশ’ নাটক-টেলিফিল্ম এর তালিকা ও প্রচার সময়B-):D

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ নাটক ও টেলিফিল্ম। বছর জুড়ে টিভি মিডিয়ায় থাকে সিরিয়াল আর মেগাসিরিয়ালের দাপট। ঈদে পাল্টে যায় সেই ধারা। একপর্বের বিশেষ নাটক ও টেলিফিল্ম প্রচারের ধুম লেগে যায়। বিটিভিসহ দেশের ১২টি নিয়মিত টিভি চ্যানেলে এবার সব মিলিয়ে থাকছে প্রায় তিনশ নাটক ও টেলিফিল্ম। এতো সব নাটক-টেলিফিল্ম থেকে দর্শকেরা কোনটি রেখে কোনটি দেখবেন, এই নিয়ে পড়তে হয় বিভ্রান্তিতে।

সব দর্শকের পছন্দের কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন। ঈদে সবাই চান প্রিয় তারকা অভিনীত নাটক-টেলিফিল্ম দেখতে। কিন্তু তা পুরোপুরি সম্ভব হয় না। কারণ একই সময়ে পছন্দের তারকার একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হতে দেখা যায়। অনেক দর্শকেরই আজকাল কোনো নাটকের সবটুকু দেখার ধৈর্য্য থাকে না। এতে নাটকের মান যতোটা না দায়ী, তারচেয়ে বেশি দায়ী করা যায় বিজ্ঞাপন বিরতিকে। লম্বা বিজ্ঞাপন বিরতি প্রায় দর্শককে কোনো নাটকে ধরে রাখতে পারে না। বিজ্ঞাপন প্রচারের সময়ে দর্শক চলে যান অন্য চ্যানেলে। তারপরও টিভির ঈদ অনুষ্ঠানমালায় এখনও দর্শকের আকর্ষণ নাটক ও টেলিফিল্মকে কেন্দ্র করেই। দর্শকের সুবিধার জন্য কোন চ্যানেলে কি নাটক

টেলিফিল্ম : :অচল ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিট ॥
বৃন্দাবন দাসের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাহুদ্দিন লাভলু। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, এস এম মহসিন, সালাউদ্দিন লাভলু, জ্যোতিকা জ্যোতি, আ খ ম হাসান প্রমুখ।
কাহিনী সংক্ষেপ: ছোট গুয়াখড়া গ্রামের বিবাহিত যুবক মনছের আজগুবি সব গল্প অবলীলায় বলে মানুষকে মোহবিষ্ট করে ফেলতে ওস্তাদ। এলাকার সবাই জানে মনছের চাপা মারছে, কিন্তু তার উপস্থাপনের কুশলতায় সবাই বশীভুত হয়। আর এই সুযোগে মনছের মানুষের কাছ থেকে নানা সুবিধা নিয়ে নেয়। মিথ্যা বলায় তার জুড়ি নাই। মনছেরের সংসারে রয়েছে তার স্ত্রী মহিমা আর একমাত্র ছেলে যে জন্ম থেকে পঙ্গু এবং বাক প্রতিবন্ধি। সে ক্ষীণ কণ্ঠে মা ছাড়া আর কিছুই বলতে পারে না। এ নিয়ে মহিমার দুঃখের শেষ নেই। তার উপর মনছেরের চতুরতা তাকে ব্যথিত করে। মনছের তার ছেলের পঙ্গুত্ব পুজি করেও চাটু মেরে কাজ হাসিল করে। ছেলের এই পঙ্গুত্ব নিয়েও শেষ পর্যন্ত সে চাতুরী করে।

নাটক : দেহরক্ষী ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে।
মাহফুজ আহমেদ পরিচালিত এ নাটকটি রচনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, শিরিন আলম, আশনা হাবীব ভাবনা, মিশু সাব্বির, মাজনুন মিজান, দিলু, ডিকন নূর, ভাবনা, সাইদ বাবু এবং মাহফুজ আহমেদ।
কাহিনী সংক্ষেপ : প্রতিদিন কে যেন একটি করে গোলাপ রেখে যায় নবনীদের বাসার দরজায়। নবনী সমেমাত্র কলেজে উঠেছে। কলেজে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে এলাকার বখাটে ছেলেরা। এ জন্য তার বাবা-মা দুজনেই আতঙ্কে থাকে। এর মধ্যে গ্রামের বাড়ী থেকে তাদের বাসায় আসেন হারিজ চাচা। বয়স পঞ্চাসের বেশি। নবনীকে কলেজে আনা নেয়ার জন্য নিয়োগ দেয়া হয় হারিজ চাচাকে।

নাটক : কর্মফলের মর্মকথা ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিট ॥
হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনঢ করেছেন এটিএম শামসুজ্জামান, ফেরদৌসী মজুমদার, তানিয়া আহমেদ, মীর সাব্বির, সাজু খাদেম, আরফান, মম আফজাল শরীফ, মহিউদ্দিন বাহার, সুভাশিষ ভৌমিক প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : একজন অসৎ ব্যক্তি অর্থ আয়ের জন্য নানান পন্থা অবলম্বন করেন। এই অবৈধ অর্থ দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান এবং ভবিষ্যতে আরও ক্ষমতাবান হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। এই কাজে তিনি তার পরিবারের সদস্যদেরও নিয়োজিত করেন কিন্তু বাদ সাধেন তার স্ত্রী। এই নিয়ে অসৎ এই গৃহকর্তার সঙ্গে পরিবারের সদস্যদের ঘটতে থাকে নানান ঘটনা। নাটকের শেষে তার কর্মফলের মধ্য দিয়ে একটি চমৎকার বক্তব্য তুলে ধরা হয়।

নাটক : ফড়িং ধরা দিন॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের দিন রাত ১২টা ॥
মুজতবা আহমেদ মুরশেদের চিত্র্যনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাদিয়া, আল মনসুর, চিত্রলেখা গুহ প্রমুখ।

কাহিনী সংক্ষেপ : আবু গাফফার নামে এক বিশাল ধনী আত্নগরিমা আর ধন সম্পদের প্রকাশ করতে রাজা বাদশাদের মতো পোষাক পরতে শুরু করে। তরোয়ার হাতে সৈন্য তাকে পাহারা দেয়। একমাত্র মেয়ে পুটুসকেও সে রাজকুমারীর মতো পোষাক পরিয়ে রাখে। মেয়ের বিয়ের কথা ওঠে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই আসে। কিন্তু কাউকে তাদের মনে ধরে না। ভাবে এসব লোক কেমন জানি কাটঠোট্টা। শুধু ধন চিনে। সৃজনশীল মানুষ দরকার।

নাটক : ডাইনোসর ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের পরদিন রাত ৭টা ৪৫ মিনিট ॥
বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয়ে রয়েছেন সুমাইয়া শিমু, তৌকীর আহমেদ, আল মনসুর, শিরীন আলম ও ফারহানা মিঠু।
কাহিনী সংক্ষেপ : বকপুর গ্রামের কদম আলী মোল্লা কোন এক বিস্ময়কর ভাবে অসীম টাকার অধিকারী হয়ে পড়ল। স্ত্রী আর কন্যাকে নিয়ে চলে এলো ঢাকা শহরে। বিরাট বাড়ীতে উঠল। তার প্রাইভেট সেক্রেটারী রাখা হল। কদম আলীর পুরো জীবন ধারা পাল্টে গেল। অতি শহরে হয়ে উঠবার জন্য পরিবারের সবাই যেন ক্লাউন হয়ে উঠল। তার পরই একের পর এক বন্ধন যেন ভেঙ্গে যেতে লাগল। সুখ যেন ভয়ংকার রুপ ধারণ করল। কদম আলী ফিরে যেতে লাগল পুরনো গ্রামে। হাতে লাঙ্গল তুলে নিয়ে শান্তির জন্য চোখের জলে ভাসতে থাকে সে।

টেলিফিল্ম : : হাসপাতাল ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে ॥
ড. নিহার রঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাস অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য রচনা করেছেন অরুণ চৌধুরী। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান।

নাটক : ভালোবাসার রেসিপি ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে ॥
মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয়ে রয়েছেন তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, মৌসুমী, আবুল হায়াত প্রমূখ।
কাহিনী সংক্ষেপ : ফারুকের হঠাৎ একদিন অনুভব করে তার আর শায়লার মধ্যে ভালোবাসা বলে আর কিছু নেই। অনুভবের গভীরতা আরো সত্য হয়ে সামনে আসে। এক সময় প্রতি নিশ্বাসে ভালোবাসা ছিলো আর এখন নিশ্বাস দীর্ঘশ্বাসে পরিনত হয়েছে। এমনি এক সময় লন্ডন থেকে ফারুকদের বাসায় বেড়াতে আসে শায়লার খালাতো ভাই বাবলু। শায়লার একঘেয়ে জীবন আনন্দে ভরে ওঠে। ফারুকের মনে ঘনিভুত হয় সন্দেহ। এই বাবলুদা কে কৈশোরে পাগলের মতো ভালোবাসতো শায়লা। দীর্ঘশ্বাসের মাত্রা বেড়েই চলে ফারুকের।

নাটক : চারুলতার পূর্বাপর ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের তৃতীয় দিন রাত রাত ১২টায় ॥
রচনা ও পরিচালনা মানিক মানবিক। অভিনয়ে জাকিয়া বারী মম, রওনক হাসান , নাদিয়া, স্বাধীন খসরু, আহসান কবির, শ্যামলী প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : শাজাহান ও সরলা দম্পতির জীবনে বিত্ত বৈভবের অভাব নেই। কিন্তু সব কিছুই খুব ট্রিপিক্যাল। শাহজাহান ও সরলার প্রায়ই মনে হয় টাকা-পয়সা, ধন-দৌলতের বাইরেও একটা জীবন আছে। যেখানে বিচরন করতে হলে টাকা পয়সার দরকার নাই। দরকার সে রকম মন মানসিকতা। কিন্তু ঠিক কিভাবে সেই জগৎটাতে প্রবেশ করা যায় বুঝে পায়না ওরা। এই রকম একটা টানা পোড়েনের মধ্যে ওদের বাসায় আসে শাজাহানের চাচাতো ভাই সাদিক। শিক্ষিত বেকার এই তরুন টুকটাক লেখা লেখি করে। শাজাহান সরলা দম্পতি সাদিকের কথা বার্তা চালচলনে সেই সব কালচারাল মানুষের সন্ধান পায়।

নাটক : চিঠি ॥ প্রচার : এটিএনবাংলায় ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে ॥
প্রিয়নাথ মুখোপাধ্যায় এর গল্পে নাট্যরুপ রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, শফিক খান দিলু।
কাহিনী সংক্ষেপ : শরীফ একজন বিএ পাশ যুবক। সে ঘর জামাই। এর জন্যে তার কোনো প্রকার লজ্জা বা বিকার নেই। শ্বশুরের একমাত্র কণ্যাকে বিবাহকরার পূর্বেই সে কথা দিয়েছিল সারাজীবন ঘরজামাই থাকবে। সে সময় কাটায় শুধু ডিটেকটিভ বই পড়ে আরাম আয়েশে।

নাটক : মিথ্যা তুমি প্রেম ॥ এটিএনবাংলায় ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে ॥
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রওনক হাসান, ফারহানা মিলি, হাসান ইমাম, সাবিহা জামান ও তাসমিয়া হোসেন।

কাহিনী সংক্ষেপ : কাজল ও পলাশ নামে দুই তরুণ তরুণীর একটি নির্মল প্রেমের সমাপ্তীর কাহিনী এটি। কাজল মফস্বল শহরে বড় হওয়া একটা আধুনিক মেয়ে। পারিবারের একমাত্র মেয়ে কাজল। টেলিফোনে পরিচয় পলাশের সাথে। পরিচয় থেকে প্রেম। কখনও দেখা হয়নি কাজল ও পলাশের। বৃদ্ধ বাবা হজ্জে যাবে তাই কাজল বাবার হজ্জের টাকা জমা দিতে ঢাকায় আসছে, পথে কাজলের মাথায় একটা দুষ্টামি চাপে, কাজল প্ল্যান করে পলাশকে তার বাসায় যেয়ে চমকে দিবে, দরকার হলে কাজলের চাচীর বাসায় না উঠে পলাশের বাড়ীতেই উঠবে। যেই কথা সেই কাজ, ট্রেন থেকে নেমে সোজা পলাশের বাসায় কাজল।

চ্যানেল আই

নাটক : ভালো হইতে পয়সা লাগে না॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের আগের দিন ৭টা ৫০ মিনিটে ॥
রচনা ও পরিচালনা রেজানুর রহমান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, সুমনা সোমা, মাহবুবা রেজানুর, মোহাম্মদ বারী, কাফী খান, সুকর্ণ আহমেদ, আবীর খান প্রমুখ।

কাহিনী সংক্ষেপ : মেহজাবিন নামে একজন গৃহবধু ঈদের বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছেন। রাস্তায় যানজটে আটকে পড়েছে তার গাড়ি। হঠাৎ এক তরুণ তার সামনে এসে দাঁড়ায় এবং তার জীবনের বিশেষ কিছু সত্য ঘটনা প্রকাশের পর মন্তব্য করেÑ ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না। মেহজাবিন শুধু অবাক নয় বিস্ময়ে হতবাক হন এই তরুণকে একই দিনে বাড়ির আঙিনায় দেখে। পরিবারের যাকেই পাচ্ছে তাকেই তরুণ তার কথায় অবাক করে দিচ্ছে। দুই সতীনের সংসার মেহজাবিনের। তরুণের আবির্ভাবে দুই সংসারেই দেখা দেয় হৈ চৈ। তারপর তরুণকে ঘিরেই ঘটতে থাকে একের পর এক অবাক করা ঘটনা। অবশেষে একদিন দুই পরিবারই অবিস্মরণীয় আনন্দের মুখোমুখি দাঁড়ায়।

নাটক : কী সুন্দর স্পর্শ ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের দিন বেলা ১২টা॥
রচনা ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয়ে কুসুম শিকদার, ইমন, আল মামুন, নাজনিন নাজ, কল্যাণ প্রমুখ। বিখ্যাত সঙ্গীতশিল্পী আরাশ এর ‘পিউর লাভ’ গানটির থিম নিয়ে এ নাটকের কাহিনী রচিত।
কাহিনী সংক্ষেপ : ইমন ও কুসুম হানিমুন করতে যায় সুদৃশ্য এক রিসোর্টে। রিসোর্টের মালিক ইমনের বড় ভাই আল মামুন। হানিমুন পিরিয়ডে ওদের ভালোবাসায় জটিলতা তৈরি হয়। ওরা এক সপ্তাহ পর ঢাকায় ফিরে আসতে গেলে রাস্তায় ঘটে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা। তারপর কাহিনী মোড় নেয় নতুন দিকে।

নাটক : নিশিকাব্য ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন নিনিতি হুমায়ূন, মেহের আফরোজ শাওন, আহমেদ রুবেল, শাহরিয়ার নাজিম জয়, আসিফ, আম্রিন, তরু মোস্তফা, আমীরুল হক চৌধুরী প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : আনিস শহরে থাকে। বড় চাকরি করে। অফিসের কাজে তাকে আসতে হয় ময়মনসিংহে। প্রায় দু’বছর পর মধ্য রাতে বাড়িতে হাজির আনিস। এতোদিন পর ছেলেকে পেয়ে মা-বাবা, বউ পরি (শাওন) মহা আনন্দে ভাসছে। ছেলে আসার পর রাতেই আনিস ও পরিকে পুকুরে গোসল করায় তার মা-বাবা। ছেলের জন্য পিঠাসহ নানান জিনিস তৈরি করে। সকালে আনিস চলে যায় কর্মস্থলে। সবার মন ভেঙ্গে যায়...।

নাটক : আমাদের ছোট নদী॥ প্রচার : চ্যানেল আইতে বিকাল ৫টা ০৫ মিনিটে ॥
ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। এ নাটকে অভিনয় করেছেন নোবেল, ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন হাসিন রওশন জাহান সহ অনেকে।
কাহিনী সংক্ষেপ : মধ্যবিত্ত নিজের গন্ডির মধ্যে থাকতে চায়। সবসময় নিরাপদ জীবনযাপন করতে চায়, কখনও রিস্ক নেয় না। তার জীবন বয়ে চলে ছোট্ট একটা নদীর মত। নাটকের নায়ক মধ্যবিত্ত আসাদের (নোবেল) জীবও বয়ে চলচিল একটি ছোট নদীর মত। হঠাৎ সেখানে ঝড়ের মত হাজির হয় এক তরুণী জবা (হাসিন)। আসাদের প্রচলিত সব ধ্যান ধারণা আর বিশ্বাসকে ভেঙ্গে চুরমার করে দেয় জবা। তাকে নিয়ে ফেলে সাগরের প্রবল স্রোতে। নিজেকে হারিয়ে যেতে বসে আসাদ।

নাটক : আই হেইট মাই মাদার ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ২য় দিন রাত ৭টা ৫০মিনিটে ॥
মোস্তফা সরয়ার ফারুকীর রচনায় নাটক ‘আই হেইট মাই মাদার’ এবং গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমাইয়া শিমু, শিশুশিল্পী কল্পসহ অনেকে।
কাহিনী সংক্ষেপ : ‘ব্যাচেলর’ ছবিতে জেরিনকে (সুমাইয়া শিমু) ভালোবাসতেন মারজুক রাসেল। হঠাৎ জেরিনের বিয়ে হয়ে যায়। কিন্তু মারজুক ভুলতে পারেননি তাকে। পরে তার বাসার ফোন নম্বর জোগাড় করে যোগাযোগও করেছিলেন মারজুক। কিন্তু এরপর আর কিছু ‘ব্যাচেলর’ ছবিতে দেখানো হয়নি। ‘ব্যাচেলর’ ছবির এরকম পাঁচটি চরিত্র নিয়ে ‘আই হেইট মাই মাদার’র কাহিনী।

নাটক : চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ২য় দিন রাত ৯টা ৩৫ মিনিটে ॥
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও মেহের আফরোজ শাওন নির্মিত এ নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, শামীম শাহেদ, জুয়েল রানা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ, স্বর্ণা, জে এইচ সামির, মাসুদ আখন্দ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার উর্মিলা প্রমুখ। কাহিনী সংক্ষেপ : চৌধুরী খালেকুজ্জামান (প্রাণ রায়) বিশ্বরেকর্ড করতে চায় নানাভাবে। এ কাজে তাকে উৎসাহ দেন তার বন্ধু। মাইক লাগিয়ে মঞ্চ তৈরী করে এলাকায় একাকার। বিশ্ব রেকর্ড দেখতে যোগ দেন এলাকার নানা বয়সের মানুষ। এক পর্যায়ে শুরু হয় চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড কার্যক্রম। কখনো হা... করে, কখনো গাছে ঝুলে, কখনো ট্যারা চোখ হয়ে...। কিন্তু সে কোনোভাবেই রেকর্ডের ধারপ্রান্তে যেতে পারে না। অবশেষে বিয়ে করাকে কেন্দ্র করে শুরু হয় তার বিশ্বরেকর্ড কার্যক্রম...।

টেলিফিল্ম : : উত্তেজিত শ্বশুর আব্বা॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ৩য় দিন বেলা ১২টা ০৫ মিনিটে॥
মাহবুবা শাহরীনের রচনায় ও সোহেল আরমানের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, বন্যা মির্জা, মৌসুমী, মিমো, লারা লোটাস, সোহেল খান, আব্দুল কাদের, খায়রুন কাদের প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : অল্প শিক্ষিত পুরান ঢাকার ফলের আড়তদার। তার খালারখুব ইচ্ছে ছিলো মেয়ের জামাই করবে। খালাতো বোন বলে বিয়ে করে না আড়তদার। এ দুঃখে তার খালা মারা যান। অবশেষে মেয়েটির বিয়ে হয় বিদেশী এক ছেলের সাথে। এদিকে আড়তদার একটি সন্তানের আশায় পরপর চারটি বিয়ে করে। যার ফলে তার সংসারেই ঝগড়ার আড়ত বসে সবসময়। খালাতো বোন এই সুযোগে কবিরাজ-ওজাদের কাছ থেকে তাবিজ-তুরমান এনে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কিন্তু কোনো ফল আসে না। এদিকে ঝগড়ার আড়তের সাথে যুক্ত হয় চার বউর বাবা-মামারা। যার ফলে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে থাকে।

টেলিফিল্ম : :কী কথা তাহার সাথে ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ৩য় দিন বেলা ২টা ৪০ মিনিটে ॥
ইশরাত জাহান কাদেরের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। এ টেলিফিল্মে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, আরেফিন শুভ, সানজিদা প্রীতি এবং অতিথি চরিত্রে মাহফুজ আহমেদ।
‘কী কথা তাহার সাথে’ একটি অদ্ভুত প্রেমের গল্প। বিশ্ববিদ্যালয়ের ডিভোর্সী শিক্ষিকা শিমু প্রেমে পড়ে শুভ নামের একটি ছেলের। ঘটনাচক্রে একই ছেলের প্রেমে পড়ে ঐ শিক্ষিকার মেয়ে প্রীতি।

নাটক : রেলগাড়ি ঝমাঝম ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে হাস্যরসাতœক নাটকটি পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ ও জুয়েল রানা। অভিনয়ে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ, শামীমা নাজনিন, মীর সাব্বির প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : বৃদ্ধার এক মেয়ে, বউ ও মেয়ে জামাতাকে নিয়ে সংসার জীবন ভালোই কাটাচ্ছিলেন। একদিন তার মেয়েজামাইর বিপরিত দিক লক্ষ্য করা গেল। তিনি আচরণ করছেন রেলগাড়ির। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কয়লা খাওয়া শুরু করলেন। মাথায় আগুনের সরা নিয়ে বাঁশ দিয়ে রেল লাইন তৈরী করে হেঁটে বেড়ান। কিন্তু কেন ? এ প্রশ্নের উত্তর মিলবে নাটকটি দেখার মাধ্যমে।

টেলিফিল্ম : : দ্য মাস্টার প্ল্যান ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে ॥
মোহাম্মদ নজরুল রচনায় এটি পরিচালনা করেছে নাদের চৌধুরী। এ টেলিফিল্মে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহানা পারভীন, নাকিব হৃদ চৌধুরী, আমিকা তুবা প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : মঞ্জুর রহমান তার পাটনারদের সাথে বিদেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য ভালোই করছিলেন। এক পর্যায়ে শুরু হয় বিবাদ। এ অবস্থা যখন চলছিল ঠিক তখনই মঞ্জুর রহমানের বাসায় দেশ আসে তাদের এক আতœীয়। তিনি এ বাসায় থেকে এমবিএ পড়বেন। একসময় তিনি নিজেকে মঞ্জুর রহমানের ব্যবসায়িক বিবাদের সাথে জড়িয়ে নেন। অন্যদিকে জড়িয়ে নেন সেই বাসার কর্তার মেয়ের সাথে হৃদতার।

নাটক : ভালবাসার প্লাবনকাল ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন দুপুর ১২টা ০৫ মিনিটে ॥
এটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কুসুম, এস এম মোহসীন, রাহুল আনন্দ ও আরো অনেকে।

কাহিনী সংক্ষেপ : মফিজ একজন খেটেখাওয়া মানুষ। নিজের জমিজমা না থাকলেও সরকারী প্রজেক্টে মাটি কেটে কোনোরকমে দিনযাপন করছে। স্ত্রী কুসুমের ভালোবাসায় তার মনে অগাধ শান্তি। কুসুম’র মোহে সে ভুলে যায় তার জাগতিক যত অপ্রাপ্তি- যত দুঃখবেদনা, যাতনা। একদিন মফিজের সুখের সামনে দালান হয়ে দাঁড়ালেন পাশের গ্রামের এক আনকোড়া গায়ক দলের নেতা সনাতন। ফলে মফিজের সর্বসুখ কাঁচের টুকরো। অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার আশায় মফিজের সব ভালোবাসা ত্যাগ করে দলনেতা সনাতনের সাথে কুসুম চলে যায়। এ দিকে গ্রামের মোড়ল কাদরীর নিরব সড়যন্ত্রে মফিজ আঁটকে যায়। কুসুম একদিন তার ভুল বুঝে আবার ফেরত আসে মফিজের কাছে।


টেলিফিল্ম : :এখানো ভালোবাসি ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন বিকাল ৪টা ০৫ মিনিটে ॥
গোলাম রাব্বানীর গল্প অবলম্বনে টেলিফিল্মটিন চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি মাহবুবা ইসলাম সুমি এর একটি মূল চরিত্রে অভিনয়ও করেছেন। এতে আরো অভিনয় করেছেন আরেফিন শুভ ও পূর্ণিমা প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : শুভ ও ঐশি সুখি দম্পতি। কিন্তু পাঁচ বছরের সংসার জীবনে কোনো সন্তান আসে নি তাদের ঘরে। এ দম্পতি সিন্ধান্ত নেয় ভুটান গিয়ে টেস্ট টিউব বেবি নেবেন। সিন্ধান্ত অনুযায়ী তাদের ভুটান যাত্রা। বিপত্তি সেখানেই শুভর পুরনো বান্ধবীর সঙ্গে স্ত্রীর সাথে সেখানে তার দেখা। অসহায় জীবন নিয়ে তিনি ঘরে বেড়াচ্ছেন সেখানে। এ দৃশ্য দেখে শুভর স্বভাবিক মনটা অস্বাভাবিক হয়ে ওঠে। এরকম একটা ত্রিভূজ সম্পর্কের মধ্য দিয়ে এখানো ভালোবাসির গল্প এগিয়ে যায়।

নাটক : অরণ্য মঞ্জুরী ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অর্ষা, শিরিন আলম, আবুল হায়াত প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : মঞ্জুরী ইভটিজিংয়ের শিকার হয়ে বাঁচার আশ্রয় নেয় অরণ্যের ঔষধের দোকানে। সন্ত্রাসীদের সাথে সাহসিকতার পরিচয় দেখিয়ে মঞ্জুরীকে বাড়ি নিয়ে যায় অরণ্য। এতে অরণ্যের মা সন্দেহ করে। মেয়েটিকে বাড়ি দিয়ে আসতে বলে। কিন্তু, মেয়েটি যেতে রাজি নন। কারণ, সে মামার বাসায় থাকে। আর তার এই পরিনতির জন্য তার মামাই দায়ি। এক পর্যায়ে ঐ বসায় মেয়েটিকে নিয়ে চরম হট্টোগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নাটক : সিকিউরিটি ফোর্স ০০৭ ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে॥
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। হাস্যরসের গল্পে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, সজল, ডাক্তার এজাজ, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।

কাহিনী সংক্ষেপ : সদ্য বিদেশ থেকে এসেছে শিমু। বাবা-মার কাছে দাবি কোনো মশা-মাছি আক্রমণ করলে সে আবার বিদেশ চলে যাবে। দাবি পুরণার্থে দায়িত্ব পায় সিকিউরিটি ফোর্স ০০৭। এ ফোর্সের দলনেতা ডা. এজাজ এবং তার সৈনিক সজল। তাদের কাজ হলো শিমুর বাড়ির সব মশা-মাছি নিধন করা। শুরু হয় শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি।


নাটক : সবাই তোমায় ছাড়ে ছাড়ুক ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে রয়েছেন মাহফুজ আহমেদ, রোমানা রশিদ ঈশিতা, জাকিয়া বারী মম প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : সুখী দম্পতি মাহফুজ ও ঈশিতা। সৌখিন ফটোগ্রাফার মাহফুজ প্রতিদিন কর্মব্যস্ততার পর যখন বাসায় ফিরে তখন সে অনুভব করে তার ঘাড়ে কোনো কিছু ভর করেছে। একদিন রাতে মাহফুজ যখন ঘুমাচ্ছে। হঠাৎ অন্ধকার ঘরে তার মাথায় একটি মেয়ের স্পর্শ। ফটোগ্রাফার অভাক ! দরজা বন্ধ, অথচ এ মেয়েটি কিভাবে এলো ? মাহফুজকে তার ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায় মেয়েটি। তাহলে মেয়েটি কে ? ফটোগ্রাফারের পূর্ব পরিচিত কেউ, না কি কোনো অদৃশ্য আতœা !

নাটক : সুদূরতমা ॥ প্রচার: চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে ॥
আনিসুল হক রচনায় ও রবিন খানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, শাহেদ শরীফ খান, লায়লা হাসান প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : সততা (তিশা) প্রাইভেট পড়ে মামুনের (শাহেদ) কাছে। মামুন বুয়েট পাস বেকার, টিউশনি করে বেড়ায়, সততা ভর্তি হবে বুয়েটে তাই পড়াচ্ছে মামুন। একসময় সততা প্রেমে পড়ে মামুনের। কিন্তু মামুন সাড়া দেয় না। সে ছাত্রী এবং শিক্ষকের পবিত্র সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু সততার জেদের সঙ্গে পেড়ে ওঠে না। সততার আহবানে সাড়া দিতে হয়। পরে একসময় সততা জানতে পারে মামুন অনেক আগেই তার প্রেমে পড়েছিল।

টেলিফিল্ম : : ফু ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ৫ম দিন বেলা ১২টা ০৫ মিনিটে ॥
রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমী। অভিনয়ে রাখি, মারজুক রাসেল, নোমিরা, সোহেল খান প্রমুখ।

টেলিফিল্ম : : হাতটান ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ৫ম দিন বেলা ২টা ৪০ মিনিটে ॥
রচনায় রুহুল আমিন, পরিচালনায় শাহনেওয়াজ কাকলী। অভিনয়ে প্রাণ রায়, সুমাইয়া শিমু, মিলন ভট্ট, পাপিয়া প্রমুখ।

নাটক : নিশিথের চখাচখি ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
গীতালি হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশরাফুর রহমান। অভিনয়ে করেছেন সানজিদা ইসলাম তাহা, লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাফা, নীরব, সুমন পটোয়ারী, দিপালী, রাজ, আমিন আজাদ, রোকেয়া খান, আরিফ প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : অয়ন, নীলা, অন্তন, দিপালী, রাজ ক্যাম্পাসের সহপাঠি এবং ঘনিষ্ঠ বন্ধু। অয়ন দিপালীকে পছন্দ করে নীলের মাধ্যমে। এদিকে ক্যাম্পাসের পুরনো বন্ধু অয়কে হারানোর কষ্ট অনুভব করে নীলা। যা কেউই কাউকে তাদের অনুভবের কথা কখনো প্রকাশ করেনি, মনে হয়েছে কেবলি বন্ধু দুজন। দুঃখভারাকান্ত হৃদয় নিয়ে নীলা উচ্চু শিক্ষার জন্য চলে যায় লন্ডনে। শিক্ষা জীবন শেষ করে এসে নীলা চাকরি নেয় একটি প্রাইভে ইউনির্ভাসিটিতে। আর অয়ন চাকরি পায় একটি প্রাইভে ব্যাংকে। পুরনো বন্ধুরা সবাই একদিন আড্ডায় বসে অন্তনের বাসায়। ফিরে পায় ক্যাম্পাসের সেই হৈ চৈ একটি রাত। এক সময় নীলাকে বাড়ি পৌঁছে দিতে এক সঙ্গে বের হয় অয়ন...।

নাটক : ঠাট্টা ॥ প্রচার : চ্যানেল আইতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৩৫ মিনিটে ॥
রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রয়েছেন শামীমা আক্তার বেবী। অভিনয়ে আছেন অপূর্ব, তারিন, আলভি, ওবিদ রেহান, ওয়ালিউল হক রুমি।
কাহিনী সংক্ষেপ : তমাল ও জেরিন পাশাপাশি ফ্যাটে থাকে। তারা একই ভার্সিটিতে পড়ে। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সাপে নেউলের মতো। তাই পরিচিত জনরা তাদের ডাকে টম এন্ড জেরি বলে। জেরিন একটু বদমেজাজি। সারান পড়ালেখা নিয়ে ব্যস্ত। অন্যদিকে তমাল হাসিখুশি স্বভাবের ছেলে। যেকোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতে পছন্দ করে। তমাল সব সময় জেরিনকে রাগিয়ে দেয়ার চেষ্টা করে। একসময় তমাল সিরিয়াসলি জেরিনকে ভালোবাসে। তমাল বুঝতে পারে তার স্বভাবজাত প্রিয় বিষয় ঠাট্টাই তার জীবনের জরুরি মুহূর্তে যেন শক্র হয়ে দেখা দিয়েছে। এ যেন জীবনের সাথে নির্মম এক ঠাট্টা।

এনটিভি


টেলিফিল্ম : সাদাকালো ॥ প্রচার : এনটিভিতে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে ॥
ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, মোনালিসা, আবুল হায়াত, ডলি জহুর, কে এস ফিরোজ, বিথী প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : একজন বিখ্যাত লেখক তিনি। তার একজন উচ্চমান সহকারী হিসেবে কাজ করে একটি তরুণ। লেখকের লেখাগুলো যত্ন করে কপি করা, প্র“ফ দেখা ইত্যাদি নানা ধরনের কাজে জড়িয়ে তরুণটি বুঝতে পারে লেখকের লেখার বিষয় বস্তু একঘেঁয়ে হয়ে যাচ্ছে। সে লেখককে তার নিজের একটি জীবনের ঘটনা বলে। যে ঘটনাটি তরুণ এর জীবনকে পাল্টে দিয়েছিল।

নাটক : উল্টোধনুক ॥ প্রচার : এনটিভিতে ঈদের দিন রাত ৮ টা ১০ মিনিটে ॥
নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন শামীমা আক্তার বেবী। অভিনয় করেছেন হুমায়ূন ফরিদী, পূর্ণিমা, অপূর্ব, সুমনা সোমা।
কাহিনী সংক্ষেপ : কাজল একটি বাংলো বাড়ির ম্যানেজার কাম কেয়ারটেকার। এবাড়ির মালিক আবিদ সাহেব অনেক বছর ধরে দেশের বাইরে থাকেন। তার ছেলে মেয়েরাও বাইরে সেটলড। কাজল ধরেই নিয়েছে আবিদ সাহেব আর দেশে ফিরবে না তাই সে গোপনে বাড়ির বিভিন্ন রুম বিভিন্ন লোকের কাছে ভাড়া দিচ্ছে। এসময় হুট করে খবর আসে আবিদ সাহেব দেশে আসছেন। কাজল মহা ফাপরে পড়ে । কোনমতে যারা ভাড়া নিয়েছে তাদের তিন দিনের নোটিশে বিদায় করে।

তিন পর্বের নাটক : দেনমোহর (পর্ব-১) ॥ প্রচার : এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে ॥
মোশাররফ করিমের গল্প ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, হাসান মাসুদ, জয়রাজ, ডাঃ এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, নাফিজা জাহান, মৌসুমী, সাজু মুনতাসির। একটি মেয়ের ব্যাক্তিগত জীবনের সংকট নিয়ে নাটকের গল্প আবর্তিত।

টেলিফিল্ম : : আকাশজোড়া মেঘ ॥ প্রচার : এনটিভিতে ঈদের ২য় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে ॥
অরুণ চৌধুরীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আলী যাকের, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, আফসানা মিমি, আলমগীর, আল মনসুর, শম্পা রেজা, সারিকা প্রমুখ।
কাহিনী সংক্ষেপ : প্রিয় শিক্ষক মি জামশেদ। বাংলাদেশের বিভিন্ন স্থানে উচ্চপদে আসীন জামশেদ স্যারের সব ছাত্র-ছাত্রী। জামশেদ স্যার অসুস্থ শুনে সবাই যার যার গন্তব্য থেকে এসে পৌঁছে তাঁর বাড়িতে। প্রিয় শিক্ষকের সাথে অসাধারণ কয়েকটি দিন কাটে ওদের। এমনি ভাবে একদিন দিন পেরিয়ে রাত পেরিয়ে নতুন এক সকাল আসে। যার যার মতো গন্তব্যে যাবার প্রস্তুতি নিয়ে স্যারের কাছে বিদায় নিতে যাবার সময়ই ঘটলো আরেক ঘটনা।

নাটক : শুকতারা ॥ প্রচার : এনটিভিতে ঈদের ২য় দিন রাত আটটা ১০ মিনিটে॥
নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। অভিনয়ে রয়েছেন তারিন, নোবেল ও আনিসুর রহমান মিলন।
কাহিনী সংক্ষেপ : পৃথিবীর সবকিছুতেই শুভ্র’র একেবারেই কোন আকর্ষণ নেই। কেবল পিয়ানোটা ছাড়া। রাত যত গভীর হয় ওর পিয়ানোর সুর দূর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অমন সুরের টানেই ওই বাউন্ডুলে শুভ্রকেই ভালবেসেছে প্রার্থনা। অবশেষে বিয়েও করেছে ওরা। বিয়ের পরেই শুভ্র প্লে-ব্যাক গানের অফার পেল। শুভ্র ভীষণ খুশি হয়ে বলে সবই নাকি প্রার্থনার ভাগ্যেই হয়েছে। ওদের বিয়ের পর প্রার্থনা’র শুধু একটা স্কুলের অস্থায়ী চাকরী আর টিউশনি ছাড়া অন্য কিছু ছিল না। পাঁচ হাজার টাকার ভাড়া বাসাটায় ছিল ভ্যাপসা গরম ও অন্ধকার। কিন্ত প্রেম এলে বোধহয় অন্ধগলিকেও মনে হয় জোৎস্না মাখানো পথ।

তিন পর্বের নাটক : দেনমোহর (পর্ব-২) ॥ প্রচার : এনটিভিতে ঈদের ২য় দিন রাত ১১টা ৩০ মিনিটে ॥
মোশাররফ করিমের গল্প ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিথিলা, হাসান মাসুদ, জয়রাজ, ডাঃ এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, নাফিজা জাহান, মৌসুমী, সাজু মুনতাসির। একটি মেয়ের ব্যাক্তিগত জীবনের সংকট নিয়ে নাটকের গল্প আবর্তিত।
Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

লিখেছেন মাথা পাগলা, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১



প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

লিখেছেন এ আর ১৫, ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪


গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন

দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫


পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

লিখেছেন তানভির জুমার, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

×