জীবনের এই সরল পথ, আঁকা বাঁকা গতি পথ
ক্ষণিক চলা ক্ষণিক যতি চ্হ্নি, সে তোমারই জন্য অনন্য
www.librarybd.com
এই হাঁসি এই ভালোবাসি এই আছি এই নেই-
কিছু মহৎ কিছু আহত হৃদয়
কিছু ভালো লাগে কিছু নিরুপায়
যেখানে নাই সেখানেই খুজে পাই
তুমি অখন্ড অক্ষত
www.librarybd.com
রঙিন স্বপ্নের ডানায় স্বপ্ন ভাঙ্গার গান
আহত হৃদয়ে সামনে চলার পথ দেখা নীলীমার প্রান্তে আশার আলো
মায়ার জালে হৃদয় বন্ধন, ছাড়া ছাড়া স্মৃতি কাব্য কথিকা
অনন্ত কাল চলা যে পথে একান্ত আপন ভেবে
বিস্তৃণ পথ যেখানে শেষ, শুরু সেখানে
দুটি পথের মিলন স্থল আবার দুটি পথের সৃষ্টি
আজ এবং আগামী কাল
আমি ও আমরা, তুমি ও তোমরা কত দূর তাই না?
এই সরল চলার পথে কত বেদনা কত বাসনা গোপন
কখনও প্রচার কখনও আধাঁর
কখনও স্রোতের অনুক্থল-প্রতিক্থলে চলা অদম্য
এই তো জীবন!
www.facebook.com/SsristyProkashoni

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





