কেমন করে জানিনা আজ হঠাৎ বহুবছর পর ঈদের নতুন জামার বিষয়টা মনে খুব নাড়া দিয়ে উঠল। নতুন জামাকাপড় ঈদের আনন্দের মূল উপকরণ। ঈদের দিন আনকোড়া জামাকাপড় পড়লেই যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়। নিজে কিনে পড়া হোক আর উপহার বা উপঢৌকন যাই হোক।
ছোটবেলার কথা মনে পড়ে, আব্বা কিনে দিতেন নতুন শার্ট, নতুন
হাফপ্যান্ট ইত্যাদি। সাথে নতুন একজোড়া জুতো না পেলে ঈদের দুনিয়াটা যেন অন্ধকার মনে হতো। কিছুতেই মেনেনিতে পারতামনা। কিভাবে সব বদলে গেল ভাবতেই কষ্ট হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




