প্রথমবার তারা নাস্তিক দের ধরে নিলো,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো নাস্তিক না.
তারপর তারা ধরে নিলো জামাতীদের,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো জামাতী নই.
তারপর তারা ধরে নিলো বিরোধীদলকে,
কিন্তু আমি কিছুই বলিনি,
কারন আমি তো কোন দলই করিনা.
এরপরে তারা এলো আমাকে ধরে নিতে ( আমি জনগন সরকারের সমালোচনা করি)
কিন্তু তখন সেই খানে কেউই ছিলো না..
আমার পক্ষে প্রতিবাদ করতে.... ---
--First They Came For The Communists
- মুল- Martin Niemöller
সরকার/বিরোধী দল সব সময়ই জনগনের মাথায় কাঠাল ভেঙ্গে খাচ্ছে... তাতে সাহাজ্য করছে মিডিয়া...হলুদ সাংবাদিকরা জনগনকে সত্য জানতে দিচ্ছেনা...
কিন্তু ব্লগ আর ফেসবুকের জন্য... রাজনিতিকদের কম`কান্ড খুবই দ্রুত এখন সাধারন জনগনের কাছে চলে যাচ্ছে যেটা সকল রাজনিতিকদের জন্য খুবই অশুভ...
বত`মানে দেশে পণ সাইটে ঢুকতে পারবেন... কিন্তু ইউটিউব বন্ধ !!!
কারন>> মহানবীর অবমাননা ! >> এটা শুধু একটা উসিলা মাত্র...
২০০৯ এ ইউটিউব বন্ধ হলো>>> প্রধানমন্ত্রীর কথোপোকথনের জন্য...
২০১২ এ বন্ধ কারন সরকার চাইছে জনগন বা বাইরের কেউই সরকারের দূনিতি, বিশ্বজিত হত্যা, কঠর হাতে বিরোধীদলের দমন নীতি.... সম্পকে সবাই জানুক...
বত`মানে ইরান আর বাংলাদেশই ঐ ভিডিওর বাহানায় ইউটিউব বন্ধ রেখেছে>> লিংক
বাহানা ধমের দোহাই...
এখন ব্লগার দের ধরে নিয়া যাচ্ছে নাস্তিকতার দোহাই দিয়ে?
৭বছরের ব্লগিং এ দেখেছি কিছু ব্লগার আছে যারা খারাপ ভাবে ধমের উপরে আক্রমন করে... তা মডারেসন দিয়েই নিয়ন্ত্রন করা যায়... তার জন্য ব্লগারের গ্রেপ্তারের দরকার হয়না...
ব্লগ বাংলাদেশের জনগনের জন্য সত্য খবরের এক বিরাট স্হান.... সেটিকে নিয়ন্ত্রন না করতে পারলে তা বিরাট বিপদের কারন হবে তা অনুধাবন করেই সরকার এখন আস্তিক/নাস্তিকের উসিলায় ব্লগের কন্ঠরোধের চেস্টা করছে...
তাই সকল ব্লগারদের অনুরোধ করবো... আমাদের দেশের রাজনিতিকদের কথায় না ভুলে ( তারা নিজেরা যদি সত্যই ধমে` বিশ্বাস করতো তবে দূনিতি.মানুষ হত্যা. সন্ত্রাসে নিয়োজিতো থাকতো না) ব্লগের কন্ঠরোধের পায়তারা বন্ধে এক হন..
পরে কিন্তু একদিন এরা আপনার জন্য আসবে... কিন্তু তখন কেউই থাকবে না আপনার পক্ষে প্রতিবাদ করতে..
কোন রাজনিতিক দলই ব্লগে কন্ঠরোধের প্রতিবাদ করবেনা... কারন birds of feather flock together
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




