
অামার কেবল ইচ্ছে উড়া উড়ি,
সবুজ শ্যামল গাঁয়ে চলি ছুটি।
কুঁড়ে ঘর মেঠো পথে বহু দুর,
সবুজ পাখির ডানা উর্ধ্বে মেলি।
মাধুরী মিশিয়ে গায় ছুটে চলি।
চুপ করে অার নয় শুনি সুর।
শহর নগর ছেড়ে অাজ তবে,
অচিন গাঁয়ের পথে চলি সবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




