
সরকারি চাকুরের বেতন বাড়ে দিগুন
কারণ আর অকারণ।
নিত্যপণ্য গাড়ী ভাড়া বাড়ী ভাড়া
সব যেন চলছে লাগাম ছাড়া।
আরও দাম বেড়েছে তেলের
চুল ফেলে হয়েছি ন্যাড়া।
দিনমজুর রিক্সাওয়ালা আর ঘুষের টাকা
থেমে থাকেনা চলছে বেড়ে
টিউশন ফি আর টোলের টাকা
একটাকা দিলে ওঠে ভিক্ষুক তেড়ে
এই দেশে আজ মনে হয় তাই
মধ্যবিত্ত কোন মানুষ নয়
মধ্যবিত্ত পারেনা তো সন্ত্রাস আর ভিক্ষা বৃত্তি
প্রতিদিন তাই করতে হয় কত কৃত্তি

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




