মুটামোটি লম্বা মানুষ আমি। উচ্চতা- ৫ ফিট ৬ ইঞ্চি। এতোদিন নিজের উচ্চতা নিয়ে সন্তুষ্ট-ই ছিলাম। কিন্তু ইদানিং আরো ২/৩ ইঞ্চি লম্বা হতে মন চাচ্ছে!
সেদিন এক বড় ভাইয়াকে দেখলাম।
সে এমনিতেই লম্বা। আর গত কয়েক মাস প্রচুর পরিশ্রম করে দারুণ একটি বডিও বানিয়েছে। মাশল দেখলে ছুঁয়ে দেখতে মন চায় খুব...
আমারও ইচ্ছা তার মতো হবো।
মনে মনে ভাবি, ইদানিং খুব বেশি করে ভাবি- আমার লম্বা শরীরে প্রশস্ত বুক থাকবে... একেবার হৃত্বিকের মতো...!
এখন কী করতে পারি?
আসলেই কি আরেকটু লম্বা হওয়া সম্ভব? সম্ভব হলে সেটি কীভাবে..?
আপনার যদি জানা থাকে তাহলে, আমাকে একটু জানিয়ে হেল্প করবেন প্লিজ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



