তোমার চিঠিগুলো উড়ে আসে স্নিগ্ধ হাওয়ার মত -
সাথে নিয়ে হাজার প্রজাপতি !
আমিও সে হাওয়ায় ভেসে ওড়াই রঙ্গিন ফানুস ।
যে আছে অন্তরালে , সংগোপনে , যেখানে নেইকো অর্গল -
সেখানে তো খোলাই যায় মনের আগল ।
সহসা হঠাৎ এসে ভেঙ্গে সে অর্গল -
বললে তুমি - এইযে আমি সত্যি আছি ,
নই কোন মিছে স্বপন !
ছিল পণ -
এ হবে শুধু অদেখা মনের আলাপন ।
কিন্তু হায় !
ছিল না সে , ধনুরভঙ্গ পণ ।
অতঃপর ....
চলল যুদ্ধ বাস্তবতা - কল্পনায় ।
বললে তুমি , আমি কিন্তু চিনেজোঁক -
আমি বললেম , তাহলে আমিও শামুক !
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৫ রাত ১০:০৭