নিস্তব্ধ রাতের শান্তিকে খান খান করে ভেঙে দিয়ে যায় পুলিশের সাইরেন!
সে শব্দ চেতনায় প্রবিষ্ট হলে ভাবতে থাকি –
এইযে আমি এখন আপাত নিরাপদ আশ্রয়ে সুখী পরিবার পরিবেষ্টিত,
ঠিক একই সময়ে অন্য কোথাও কারো জীবনে নেমে আসছে
অভিশাপের কালো ছায়া ।
ঘুমন্ত সন্তানকে সস্নেহে বুকে টেনে নিতেই মনে হয় –
না জানি কোন মায়ের বুক খালি হচ্ছে এ সময় ,
কত শিশু হারিয়ে যাচ্ছে অন্ধকারের করাল গ্রাসে ।
মনে হতে থাকে –
যে আমি দুবেলা দু’মুঠো মাছ - ভাত খেয়ে একজন বুভুক্ষুর চেয়ে
নিজেকে সৌভাগ্যবান ভাবি , সে আমিই আবার কুন্ঠিত হই-
কোন ঐশ্বর্যবানের আপ্যায়নে ।
আলো ঝলমলে পার্টিতে সাধারণ পোষাকে যে আমি কুণ্ঠা বোধ করি ,
সে আমিই কুন্ঠিত হই ফুটপাথের অর্ধ নগ্ন ভিখারি দেখে ।
সারভাইভ্যাল ফর দি ফিটেস্ট অফ দি ফিটেস্ট –
কিন্তু সময়ের আবর্তনে স্থান , কাল ,পাত্রভেদে
পাল্টে যায় সবকিছুই ।
ক্ষণস্থায়ী এ পৃথিবীতে সবই আপেক্ষিক !
পাদটীকা : গত পরশু রাতে ঠিক এভাবেই পুলিশের সাইরেন আমার চেতনায় আঘাত হানে । খুব জানতে ইচ্ছে করছিল তার গন্তব্য ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩