একথা সবারই জানা যে, নীতিকথা দিয়ে চুরি ঠেকানো যাবেনা । আবার আইনের ওপর যে ভরসা রাখবো, তারই বা উপায় কই ?
এমন কোন আইন কি দেশে আদৌ আছে যা আমাদের মতো ক্ষুদ্র ব্লগারদের ক্ষুদ্র লেখাগুলো চুরি হয়ে যাওয়ার থেকে বাঁচাতে পারে ? আমারদের মাঝে কারো কারো হয়তো কিছু লেখা কপিরাইট করা আছে, কিন্তু সবারই কি তাই আছে ? নেই ।
তাই আমার মনে হয় অন্যান্য অনেক সাইটের (ফেবুর কিছু পেইজ এও এমন সিস্টেম করা আছে, যাতে কপি করা যায়না)মতো সামুতেও এমন করা উচিৎ যাতে কপি করা না যায় ।
তাহলে কিছুটা চুরি হয়তো কমবে (PC তে SNIPING TOOL থাকতে তো আরও বিপত্তি) ।
যদিও হতাশ না হয়ে উপায় নাই । আমার মনে হয় আগেই লেখাগুলো ব্লগ এ না দিয়ে আগে বৈ বের করা উচিৎ । যদি তাকার অভাব থাকে তো পরেই প্রকাশ করুন । একখানে না ছাপালেই বা কি ? ছাপিয়েই বা কি লাভ বলেন ? নিজের সন্তানকে যদি কেউ তার সন্তান বলে পরিচয় দেয়, আপনার কেমন লাগবে ?
লেখালিখি সহজ কাজ নয় । একেকটি লেখা আমাদের একেকটি সন্তানের মতো । আমরা চাই আমাদের সন্তান তার প্রকৃত পরিচয়েই বড় হোক । এ ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন । আমাদের সবার লেখার নিরাপত্তার জন্যই একটা সমাধান খুঁজে বের করা দরকার ।
কোন সমাধান কেউ দিতে পারেন কি ?
সামু আদৌ কোনো ব্যাবস্থা নেবে কি ? আমাদের মতো আম-ব্লগারদের কথা কি সামুর কানে যায়না ?
এই প্রসঙ্গে আরেকটি পোস্টঃ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




