ইসলামপ্রিয় বাংলাদেশের মানুষ । ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ !
সামহোয়্যারইন ব্লগে পাতার পর পাতা ইসলামবিদ্বেষী আওয়ামীলিগ আর নাস্তিকদের লেখা থাকবে নির্বিঘ্নে-এমন আশা আর যেন তারা না করে !
বাংলাদেশের মানুষের হৃদয়ের কাছাকাছি বাস করি আমরা। মানুষ আমাদেরকে বড় বেশি ভালোবাসে । কারন আমরা সত্য কথা বলি, বড়-ছোট সবাইকে সালাম দেই, ধুমপান করি না , সবচেয়ে মার্জিত-ভদ্র ছেলেগুলো আমাদের বন্ধু !! আর এদেশে ইসলামকে ভালোবেসে-কুর্আনের মর্যাদা রক্ষা করতে , রাসূলের নির্দেশনাকে বাস্তবায়ন করতে গিয়ে একমাত্র এবং একমাত্র আমরাই বুকের রক্ত বিলিয়েছি ।
এই ব্লগের প্রতিটি পাতায় থাকবে আমাদের অস্তিত্ব। কারন ব্লগটা আমার বড় বেশি প্রিয় মাতৃভাষা বাংলায় লিখিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




