০৫০৫০৭
আহা চাঁদটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে
একটা চাদর দিয়ে ঢেকে দাও তাকে
বিমূর্তবাতাসে উৎসবের করতাল
জোছনায় চমকে উঠে আকাশের বিদ্যুৎ
শেষরাত ক্ষয় করেছে কোন আয়োজন
সমস্ত নদীচরে সিলিকন জ্বলে
সমস্ত গাছের ডালে জ্বলে অন্ধকার
একটি প্লাবন গায় বন্যার গান
আহা চাঁদটাকে ঢেকে দাও ঢেকে দাও
চাঁদে ডাকছে বান
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




