এলোমেলো চুল;
যদিও সেদিন বোশেখী হাওয়া ছিল না।
ফেরিওয়ালা ডেকে যায়-
আ্যাই!লাগবে নাকি চুড়ি,ফিতা,নাকফুল??
বাতাসে মিলিয়ে যায় সে সুর,তবু
কেমন নীরব নিস্তব্ধতা,
হৃদয়ের চঞ্চলতা আকুল হয় না-
তখনো উরু বেয়ে ফোঁটায় ফোঁটায়
বয়ে চলেছে রক্তের ধারা;
এলোমেলো শাড়িটা ঠিক করবার
তাড়া নেই-
এই তো আমি নারী,
আর এই তো আমার নারীত্বের অবমাননা!........
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




