সোউদি সরকার বাংলাদেশ থেকে নারী কর্মী নিয়োগ দেবে। এর জন্য নিয়োগ প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫-এর ভেতরে হতে হবে। আগ্রহীদের নিজ নিজ জেলার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। [সূত্রঃ এবিসি রেডিও-র সংবাদ, ৫-৪-১১, সন্ধ্যা সাতটা ]
সোউদিতে আজ পর্যন্ত যত নারী কর্মী গিয়েছেন, তাদের অভিজ্ঞতা ভালো না। তারা সবসময়েই তাদের মালিকদের অত্যাচারের কথা বলে থাকেন। বিশেষ করে এদের অনেকেই যৌন-নিপিড়নের শিকার হয়ে থাকেন।
এর একটা কারন হচ্ছে, কুরআনে কিছু আয়াত যাতে বলে হয়েছে যে কোন পুরুষের অধীনস্থ দাসীদের সে যৌন ক্রিয়ায় ব্যবহার করতে পারবে।
ধর্মকে এত সুন্দর করে বিকৃত ব্যবহারের ভাবনা খালি সোউদিদের মাথাতেই আসে। তাদের টাকা আছে, তারা ঘন ঘন নারী কর্মী বদলাবে, এইটাই তো স্বাভাবিক। আর সেই নারী কর্মী যাবে আমাদের মত গরীব দেশ থেকেই।
কুরআনে আছে বলেই তো দাসীদের সাথে অবাধে যৌন ক্রিয়া করা যাবে। আচ্ছা হুজুর, এই নিয়ম কি আপ্নেরা মানেন আপ্নাদের ঘরে? এই ব্যাপারে একটা ফতোয়া দেন না, পিলিজ!
এইক্ষনে দেখার বিষয়, আমিনী-গংরা কি দাসীদের সাথে যৌন ক্রিয়া করার ব্যাপারে কিছু বলবে? সোউদি-তে গিয়ে কি সে আমাদের নির্যাতিত নারী কর্মীদের নিয়ে হরতাল করবে? না পারলে একবার, মাত্র একবার, ঢাকায় সোউদি দূতাবাসের সামনে তার তালেবাদের হাতে কুরআন দিয়ে অবস্থান ধর্মঘট করাক না কেন।
এই সঅব ভন্ড লোকেদের কথা শুনে তো মনে হয় যে ইসলাম তো মানবতার কথা বলে, কিন্তু নারী কর্মীদের এহেন দূরাবস্থার কথা কি তারা আজকের দিনেও বিরোধিতা করবে না?
আল্লাহ এই সব লোকেদের বোধদয় হবে কবে? তুমি কি এদের বোধের উদয় [ হেদায়েত] করবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




