সিটি নির্বাচনে যারা মেয়র হিসাবে জিতেছেন, তাদের অভিনন্দন। এই জয়ে সাধারন মানুষ হিসাবে আমাদের তেমন কোন প্রতিক্রিয়া নেই। এতো দিনে আমরা জেনে গেছি, এরশাদের আম্লিগ আর জামাতের বিম্পি একই জিনিস। সো, এদের নিয়া ভাবার কিছুই নাই।
আম্লিগ আর বিম্পির ভিত্রে কে ভাল বা বড় চোর, এইটা এখন গবেষণার বিষয়। এইটা ঠিক যে নির্বাচনের আগে আগে ক্ষমতাসীন দলের লোকেরা থাকে ডাকাত আর বিরোধীরা থাকে চোর। নির্বাচন শেষ হবার পরেই চোরগুলা ডাকাতে রূপান্তরিত হতে শুরু করে। এইটাই গেল ২৫-২৬ বছরের গণতন্ত্র।
যাই হোক এই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্ঠতা থাকবার কথা না থাকলেও রাজনীতি ভীষন ভাবেই ছিল। যার জন্য কোন কোন সংবাদে অনেকটা ফুটবল ম্যাচে আদলে লেখা হয়েছে আম্লিগ ০-৪ এ হেরে গেছে। বিম্পি এই নির্বাচনে ১৮ দলীয় জোট হিসাবেই গেছে, আম্লিগ গেছে ১৪ দলীয় জোট হিসাবে।
এই বিজয়ের পরে জামাতের ছাত্র সংগঠন শিবির উৎসব পালন করেছে। এর মধ্য দিয়ে তারা ডিভাইন জাস্টিসের একটা ছায়া দেখাচ্ছে আমাদের। যদিও আমার জানি না বোমা ফাটিয়ে এবং ফাঁকা গুলি করে আনন্দ উৎসব আরব দেশের চল কি না?
এক শিবিরের ছেলে তার বোলোগে লিখছেঃ "যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ননা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমা প্রদানকরী" (আল কোরআন, সূরা নাসর, ১-৩)
আসুন আমরা তওবা করি সেই মহান সত্বার কাছে, যিনি আমাদের জান ও সম্পদের মালিক.......
আমি সেই ব্লগে মন্তব্য হিসাবে যা লিখেছিলাম, তা এখানে তুলে দিলামঃ
আয়াতটায় দেখুন খেয়াল করে, "যখন আল্লাহর সাহায্য"-এর সাথে "বিজয় আসবে", তখন রাসুল (সাঃ ) দেখবেন মানুষ "দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ" করছে। একটা স্থানীয় সরকারের নির্বাচনে এই আয়াতের মর্ম কি বুঝলাম না।
এখানে আল্লাহর সাহায্য এসে থাকলেও বিজয় আসে নি। জামাতিদের জন্য বিজয় তখনই আসবে যখন তারা বিম্পিকে ল্যাং মেরে ফেলে ১০০% নিজেরা মসনদে বসবে। যেটা মওদুদী বলে গেছে, কিন্তু জামাতিরা বার বার ভুল করার কারণে কখনোই মসনদে বসতে পারতেছে না।
এর মানে বলা যায় যে, জামাতিরা কখনোই আল্লাহর সাহায্য পায় নাই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




