পরথম আল্যু ইন্ডিয়ার নির্বাচন নিয়ে অনেক দিন ধরেই দালালী করে চলেছে। তাই আজকে তাদের সংবাদে একটা প্রতিবাদ জানালাম। যেহেতু সেটা প্রকাশিত হবে না, তাই সেটা পোস্ট করার আগে স্ক্রিন শট নিয়ে রেখেছিলাম। তা এখানে দিলাম।
আমার মূল লেখা ছিলঃ
ইন্ডিয়ার নির্বাচন নিয়ে আপনাদের ধারাবাহিক লেখাগুলো একটু ভেতরের পাতায় নেওয়া যাবে? মনে হচ্ছে বাঙলাদেশ আপনাদের দেশ নয়, মনে হচ্চে যেন এই পত্রিকা কলকাতা থেকে বেরুচ্ছে! এই সব থামান। বাঙলাদেশের পত্রিকা হলে ইন্ডিয়ার দালালী থেকে সরে আসুন। আর একান্তই যদি দালালী করা লাগে তা হলে ভেতরের অনেকগুলো পাতা আছে, সেখানে করুন। সামনের পাতায় এতো নগ্ন ভাবে দালালী করবেন না। এতে আপনাদের অনেকটা মাজা ভাঙ্গা [পড়ুন ধ্বজভঙ্গ] বলেই মনে হচ্চে।
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/189947/small/?token_id=34e9f8b4374c681a6a7fe6c6b596ba37
নীচে এইডাও লিখে দিসি
ব্লগেও এই পোস্টটা দেওয়া হয়েছেঃ Click This Link
আমারে আবার বলক মাইরেন না / বাক স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। সবাই যে আপনাদের পছন্দ মত কথা লিখবে না বলবে, তা আশা করবেন না। বরঞ্চ তথাকথিত এডিটিং করে পাঠকের বিরূপ মন্তব্য ঠেকাতে পারবেন না।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




