প্রিয় ব্লগার,
আজ পয়লা ফাল্গুন । বসন্তের এই প্রথম দিনে সকলের জন্য রইলো ভালোবাসা আর অভিনন্দন ।
মাতৃভাষা বাংলা’র প্রতিষ্ঠার মাস এই ফেব্রুয়ারিকেই আমরা(সামহোয়্যার ইন...) বেছে নিয়েছি আপনাদের কিছু বলার জন্যে, যা আমাদের সকলের জন্যই স্বস্তিকর হবে বলে বিশ্বাস করি । যে বিষয়গুলো নিয়ে সামহোয়্যার ইন... ব্লগে প্রায়শঃ’ই অস্থিরতা আর গুমোট পরিস্থিতির সৃষ্টি হয় তা আমাদের কারোরি কাম্য নয় । সামহোয়্যার ইন... ব্লগের জন্ম এবং এর উদ্দেশ্য ও লক্ষ্য বাঙালি তথা বাংলা ভাষাভাষী সকলের কাছেই সুস্পষ্ট ।
'৫২’এর একুশে ফেব্রুয়ারী, '৬৯’এর গণ আন্দোলন আর '৭১’এর মুক্তিযুদ্ধের প্রতি তথা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই সামহোয়্যার ইন... ব্লগের জন্ম । যা কিছু এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিরোধী অপচেষ্টা, তার সম্পূর্ণ বিপরীত দিকেই যে সামহোয়্যার ইন...’এর অবস্থান তা বিশেষভাবে বলার প্রয়োজন বোধহয় নেই ।
যে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মনোমালিন্য, ক্ষোভ, দুঃখ, দূরত্ব আর ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়েছে তা দুঃখজনক এবং সামহোয়্যার ইন... বাংলা ব্লগের উদ্দেশ্য এবং লক্ষ্যের জন্য ক্ষতিকর ।
এই পরিস্থিতিতে সকলের চাওয়ায় সম্মান রেখে ব্লগের নীতিমালায় নতুন কিছু সংযোজন করা হচ্ছে যা সুস্থ ও গঠনমূলক ব্লগিং পরিবেশ তৈরি করবে এবং স্বাধীন ও সার্বভৌম এই দেশে তথা সারা বিশ্বে মাতৃভাষা বাংলা চর্চার সকল প্রচেষ্টা সফল হবে ।
এ ব্যাপারে সকলের সহযোগিতা এবং সহনশীলতা আন্তরিক ভাবে কামনা করা হচ্ছে ।
ধন্যবাদ সবাইকে, শুভ ব্লগিং ।
পোস্ট আপডেট: ব্লগ নীতিমালায় সংযোজন আনা হয়েছে । বিস্তারিত এই পোস্টে দেখুন - ব্লগ নীতিমালায় সংযোজন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


