প্রিয় ব্লগার,
১৬’ই ডিসেম্বর, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন,বিজয়ের দিন। ২০০৫ এর এই বিশেষ আনন্দের দিনটিতেই সামহোয়্যার ইন... ব্লগিং জগতে মাতৃভাষা বাংলায় ব্লগিংকে নতুন আঙ্গিক ও পরিসরে পরিচয় করিয়ে দেয়, যা “বাঁধ ভাঙার আওয়াজ” নামে প্রতিষ্ঠা ও জনপ্রিয়তা পায় । দিবসটি সেজন্য বাংলা কমিউনিটি ব্লগের সূচনাকারী হিসাবেও বিজয়ের আনন্দে ভাস্বর হয়ে উঠেছে। সহজে বাংলা টাইপিং এর জন্য ফোনেটিক বাংলা লেখন পদ্ধতির উদ্ভাবন এবং সকল ব্লগারের লেখা প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশের জন্য এটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে। আপনারা জেনে আনন্দিত হবেন যে সামহোয়্যার ইন... ব্লগে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা এখন ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে। আর সংখ্যাটা ক্রমশঃ বাড়ছেই।
বিজয় দিবসে বাংলা কমিউনিটি ব্লগ সূচনা করে স্বাধীনতার বিজয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছিল তিনবছর আগে। এখন এর ব্লগারদেরও আগ্রহ জন্মেছে এদিনটিতে বিজয়ের আনন্দ উদযাপনে শামিল হতে। বিজয় দিবস বাংলা ভাষা আর বাঙালির যেকোন বিজয়ের সমার্থক; এদিন বাংলায় কমিউনিটি ব্লগের সূচনার দিবস, বাংলাভাষা ইন্টারনেটে ব্যাপকভাবে বিস্তৃত করার আয়োজনের দিবস। বিজয় দিবস ব্লগাররা উদযাপন করতে পারে ইন্টারনেটে স্বাধীনভাবে বাংলায় মত প্রকাশের সূচনা হিসাবেও।
ব্লগাররা এই বছর থেকে “বিজয় দিবস” উদযাপনের মাধ্যমে কমিউনিটি বাংলা ব্লগিং সূচনাকারী দিবসের শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে স্বাধীনতা সংগ্রামের লাখো লাখো শহীদদের প্রতি। আমরা আশা করছি যে একজন বাঙালি হিসেবে, একজন বাংলা ব্লগার হিসেবে বিজয় দিবসের চেতনা আপনাকে আরও উৎসাহিত ও গর্বিত করবে। এই দিবস আপনার মাঝে বাংলা ব্লগিংকে আরও সামনে এগিয়ে নেয়া এবং আরও অধিক সংখ্যক লোককে বাংলা ব্লগিং এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার স্পৃহা জাগাবে।
ব্লগারদের দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে...
ক) মহান বিজয় দিবস নিয়ে আলোচনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
খ) একটি ক্ষেত্র তৈরি করা যেখানে মাতৃভাষায় গঠনমূলক লেখালেখি, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে সাধারণ আলাপচারিতায় মুখর হয়ে উঠবে সাংবাদিক, কবি-সাহিত্যিক, ছাত্র-ছাত্রী সহ সকল পেশার সাধারণ মানুষ, সকলেই । সাথে সাথে সবাইকে, বাংলা টাইপিং এর প্রতি জড়তা কাটিয়ে মাতৃভাষা চর্চায় সহায়তা করা।
(গ) পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের বাংলায় ব্লগিং বা লেখালেখির চর্চাকে উৎসাহিত করা এবং এর প্রসার ঘটানো।
ঘ) বাঙালি হিসেবে বাংলা ব্লগিং এর একটি নিজস্ব পরিচিতি তৈরি করা ।
ঙ) সামহোয়্যার ইন... কে উম্মুক্ত রাখা যাতে করে ব্লগ কমিউনিটির কাছ থেকে সরাসরি বিভিন্ন মতামত, তথ্য, চিন্তা ভাবনা আদান-প্রদান করা যায় এবং আমাদের ব্লগিং কমিউনিটির কাছ থেকে তাঁদের আগ্রহের বিষয়স্তু সহ অন্যান্য নানা বিষয় সম্পর্কে জানা যায়।
চ) পাঁচটি ভালো বাংলা ব্লগ খুঁজে বের করে তা বন্ধুদের সহ পরিচিত সকলকে বলা বা পড়তে উৎসাহী করা যা সকল গর্বিত বাংলাভাষীকে ব্লগিংয়ে উৎসাহিত করবে ।
অনুষ্ঠান সূচী:
সকাল ৮.৪৫ : বিজয় দিবস উপলক্ষে বাংলা ব্লগারদের শোভাযাত্রার উদ্দেশ্যে জাতীয় যাদুঘরের সামনের রাস্তায় ব্লগারদের একত্রিত হওয়া।
সকাল ৯.০০ : ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় “ব্লগারদের বিজয় দিবস” শোভাযাত্রা শুরু।
সকাল ১১.০০'টা থেকে দুপুর ১.০০'টা : উম্মুক্ত আয়োজন - সম্মিলনী এবং চা চক্র ।
স্থান: সামহোয়্যার ইন... অফিস ।
সামহোয়্যার ইন... অফিসের ঠিকানা:
বাড়ি নম্বর: ১৪
সড়ক নম্বর: ১৬/এ
গুলশান-১ ।
তার আগ পর্যন্ত, সবাইকে শুভ ব্লগিং ।
ধন্যবাদ।
বিঃদ্রঃ ব্লগারদের মতামতের দিকে খেয়াল রেখে বিজয় দিবসের কার্যক্রমকে পরিমার্জন করা হলো। সামহোয়ার সবসময়ই ব্লগারদের মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করতে আগ্রহী।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



