হে হে ভাবতাছেন বোধহয় ক্যান পিসি অন না করা শিখাইয়া আফনাগো শাট ডাউন দেওয়া শিখাইতাছি। ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝতাছি তাতে মনে হইতাছে আফনারা পিসি থাইক্কাই আমার এই মহা মুল্যবান টেকি পোষ্টখানা পড়তে আইছেন। তারমানে আফনারা অন করা শিইখা ফালাইছেন। আসেন শাট ডাউন দেওয়া শিখি
ভ্রাতা পিসি শাট ডাউন দেওয়া বড়ই কঠিন কাজ
* প্রথমে মনিটরের বামে তাকান। গুড। এবার সোজা নিচে তাকান। ছাগুদের দ্বিতীয় প্রধান খাবার
*এইবার যেইটা ওপেন হইছে ওইটার ডাইনে তাকান। এবার আফনের চোক্কু দুইটারে নিচে নামান। টার্ন অফ কম্পিউটার লেখা পাইছেন? হে হে গুড। গুতা মারেন।
*আফনের চোক্কের সামনে নিশ্চয়ই পাঁচটা অপশন ভাইসা উঠছে। হাইবারনেট, স্ট্যান্ড বাই, টার্ন অফ আর রিস্টার্ট
দাড়ান!
গুতা মাইরেন না।
'ক্যানসেল' এ মাইরা বাইর হইয়া আসেন
পোষ্ট আফনার কোনো কামে আইল কি না জানাইয়া যান
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



