১.
দয়া হবে দয়া? একটু দয়া দাও,
দয়া দিতে প্রয়োজনে প্রাণ নিবে-নাও।
২.
দয়ালু বালিকা ভাসে রোদের জলে
যুবক একা কাঁদে পথ-অপথ চলে,
৩.
চোখের ভেতর রোদ আর মনে মেঘের ভয়
এভাবে কি নিয়তি আর প্রেমের পরাজয়,
৪.
নদীর নাম কাঁন্না হলে
বেদনার নাম কি?
অবুঝ মনে কেউ বলেনি
‘যা চলে যা ছি:’।
৫.
চোখের নিচে বালিকা বেলা
কাঁপছে কেবল বুক,
সুখ সয় না হতভাগার
বন্ধ রাখি চোখ।
৬.
দয়া মানি আকাশ মেঘ
আবার যেন পাখি,
দয়ায় দয়ায় ভুলে গিয়ে
কাকে যেন ডাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



