ভাইয়া ও আপুমনিরা একটু এইদিকে আসেন.......
ছোট হইলেও একটা সিরিয়াস বিষয়ে আপনাদের পরামর্শ প্রয়জন।
ঘটনা হল,
প্রায় ২০ দিন আগে গলায় কাটা বিধছে, কিন্তু আজও তা গলা থেকে সরতেছে না। সবসময় বোঝা যায় না, তবে কিছুক্ষন পর পরই খুচ করে ফুটে। গত ২০ দিন যাবত বড়ই যন্ত্রনা হচ্ছ। গলা থেকে কাঁটা নামাবার অনেক চেস্টা করেও কোন লাভ হয়নি। এখন দেখি গলার ভেতরে ফুলে ওঠছে, একটু ব্যথাও আছে। শুনতেছি এমন ছোট ক্ষত থেকে ক্যন্সারও হতে পারে।
আবার গলায় নাকি অপরেশন করা রিস্কি, বাচা মারা সমান।
ছোট্ট একটু মাছের কাঁটা কত ভয়ংকর হইতে পারে বলেন তো
আমি জানি সামুতে ডাক্টার ব্লগারও আছেন.......আপনারা একটু পারামর্শ দেন এখন কি করব......আমি তো ভয়ে ভয়ে আছি.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



