হাফিযু আলাচ্ছালাওয়াতি
মনোযোগী হও
আপন ছালাতের প্রতি
একাগ্রচিত্তে পরার্থে
কৃত শপথ রক্ষার্থে
ওয়াচ্ছালাতিল উসতা
ধরে রাখ নামাজ
নামাজ থেকে নামাজে
মধ্যবর্তী সকল কাজে।
সমুন্নত যদি থাকে
নামাজের মাঝে-
করা হয় যে ওয়াদা।
তাতে বাকি-বক্বার ভয় থাকে না
নামাজ হয় না কাজা।
ফাওয়াইলু ল্লিলমুছাল্লীনা
নরকগতিতে পতিত তারা,
নিজের প্রার্থনা বুঝে না যারা।
বেদ্বীন বেইমান কাফের সে,
বঞ্চিত-অভাবীদের ত্রাণ কাজে
ত্রায়মাণ নয় যে।
পাড়া-প্রতিবেশীর কষ্ট ক্লেশে
হস্তটি প্রশস্ত নয়।
অথচ লোকে দেখুক ভেবে
করে নামাজের অভিনয়।
বিবর্তিত এ জগতে
প্রার্থনা হয় কীভাবে
স্বত:সিদ্ধ নিয়ম-রীতিতে?
লা তাক্বরাবুচ্ছালাতা
যা বল তা না বুঝে,
যেও না তোমার ছালাতে।
হৃদয়ের বার্তা যায় না বোঝানো
ভিন দেশী কোন কথাতে।
যতটুক যায়, প্রেরণা পায়,
তা আপন ভাষাতে।
প্রার্থনা কী,সহজাত রীতি
জানে সৃষ্টির বৃক্ষাদি আর পশু-পাখি।
শিখিতে প্রার্থনা হাজির করে কিতাবাদি
সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি!
অথচ কিতাব পড়ে না পশু-পাখি।
হায়! তাতেও কী পায় না লজ্জা
স্বঘোষিত মৌলানা মৌলভী?
দৃষ্টি দিলে- প্রকৃতির মাঝে,
দেখা অদেখায় যা আছে,
চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বতরাজি,
জীব-জন্তু, বৃক্ষ-লতা, উড্ডীয়মান পাখি,
সকলে, মানুষের মাঝে অনেকে।
মৌলানা নামে হাঁকে,
শুধুই মহান প্রভুকে।
প্রার্থনায় লুটায়, করুনা চাহে,
পবিত্রতা ও মহিমা গাহে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




