আমার ইন্দোনেশিয়ান রুমমেইট বেশ খোশ মেজাজেই আছে কিছুদিন। ল্যাব থেকে সারাদিন কাম-কাজ করে আসার পর একটু ভাল-মন্দ খেতে ইচ্ছে করে। কিন্তু রান্না করে দেয়ার কেউ নাই ( ) তাই কি আর করা! নিজেই রান্না-বান্না করি। আর এইদিকে আমার রুমমেইট (প্রাক্তন) বাবাজি তো প্রায় প্রতিদিন বাঙালী রান্না মুরগী মাসাল্লাম, চিংড়ি ভুনা, খিচুরী, বিরিয়ানী আর পোলাও খেয়ে তো দিনে দিনে আরোও অলস ও মোটা করে দিচ্ছি বলে তার অভিযোগ । এইতো সেদিন ইখওয়ান (আমার প্রাক্তন রুমমেইট)-কে বললাম চল পোলাও রান্না করি। এদিকে হালাল চিকেনও শেষ, তাই ভাবলাম সব্জি পোলাও রাধিঁ। এদিকে আবার সে লেগে গেল ভিডিও করতে, ঠিক হ্যায়, করবি যখন কর। রান্না শেষ হতেই দেখি আবার ব্লগার জোনায়েদ ভাই-ভাবী ও বন্ধু তানিম এসে হাজির।
খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বেরোলাম হাটতে, কিন্তু মাথায় চিন্তা,
ভিডিও প্রকাশ পেলে ভার্সিটির বাকি দোস্তরা পিটিয়ে করবে দিস্তা,
দাওয়াত না দেয়ার অপরাধে কিন্তু বিধি-বাম, ইখওয়ানটা করলো আকাম।
দিলো ফেইসবুক আর ইউটিউবে আপলোড করে
শুধু তাইনা, ট্যাগও করেছে ধরে ধরে।
আমিও করলাম আপনাদের সাথে শেয়ার
কিসের আর! ভেজিটেবল পোলাও রান্নার।
ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=VS2rpcaqtn0
লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫
দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন