আমার রাতজাগার অভ্যাস অনেকদিনের। আমার সব বন্ধুরা এই তথ্য ভালোভাবেই জানে।তাই গভীর রাতেও আমাকে কল দিতে দ্বিতীয় চিন্তা করেনা। আজ রাত ২.৪০ এর দিকে এক বন্ধু কল দিলো-
আমিঃ হ্যালো, কি খবর তোর? অনেকদিন পর! ভালো আছিস?
বন্ধুঃ ভালো আছি, দোস্ত। একটা সমস্যায় পড়ছিরে। হেল্প কর।
- কি সমস্যা?
- একটা মাইয়ারে পটাইয়া ফেলছি।
- দারুন!
- শোন, ঢাকায় কোন ২/৩ দিন ওকে নিয়ে থাকবো। কোন জায়গা ভালো হবে?
- উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে?
- বুজসত!
- হোটেলে থাক।
- নিরাপত্তা কেমন হবে?
- ভালো হোটেলে উঠ। টাকা বেশি যাবে। কিন্তু নিচ্ছিন্ত থাকবি।
- ওরা সন্ধেহ করবেনা?
- বলিস, বিয়া করা বউ।
- আরে না। দেখলেই বুজা যায়, আমার থেকে বয়সে বড়।
- মানে?
- মানে, বিয়াতি মাল।
- পরকীয়া?
- হ।......................................................
আরো অনেক কথা হলো। ফোন রেখে, সামুতে ব্লগ পড়ছিলাম।নিরব দর্শক নামের এক ব্লগারের লেখা পড়ে মনে হলো, লিখিলেখাটা দেখতে এখানে দেখুন... । আসলেই। শুধুমাত্র একাকীত্ব দূর করার জন্য মেয়েরা ছেলেদের সাথে ফোনে / অন্যউপায়ে বন্ধুত্ব গড়ে তলে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, আমাকে সময় দেয়না।সারাদিন কাজ আর কাজ। বোকা মেয়ে, শুধুমাত্র তোমাকে একটু সুখে ও আরামে রাখার জন্য যে মানুষটা এতো পরিশ্রম করছে। তার এই মুল্য দিলা? বিনিময়ে কি পাবে? শরীরলোভী কিছু পশুর কাছে, নিজেকে সমর্পন করা? যে কিনা,তোমাকে ভোগ করে ছুড়ে ফেলে দিবে! তোমাকে নিয়ে সবার কাছে, সেক্সুয়াল গল্প করবে! তোমার সাথের অন্তরঙ্গ মূহুর্ত ভিডিও করে সবার কাছে পৌছে দিবে।
মেয়ে, নিজেকে সামলাও। নিজের ভালো বুজতে শেখো।তোমার মুল্য অনেক।তুমি দেবী। এত সস্তায় বিকোবার নও তুমি। আকাশ সমান ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নিতে হবে।আর যে মানুষটার সাথে তোমার ভালোবাসা, সংসার/ ভবিষ্যতে সংসার বাঁধবার স্বপ্ন বোন, তাকে ঠকিওনা। দেখবে, সুখ কোনফাঁকে এসে তোমাকে দেখে মুচকি হেসে ফিরে যাবে। ফিরবেনা কোনদিন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



