একজন প্রুফ রিডার একটি বই প্রুফ দেখতে সর্বনিম্ন ১০০০টাকা নেন। বাইণ্ডার প্রতি বইতে ১২ টাকা পান। আর ছাপা খানার একজন পিয়ন পযন্ত টাকা পেলেও কষ্ট আর মেধা খরচ করে যিনি লিখলেন তাকে কিছুই দেয়না বেশির ভাগ প্রকাশক।
কেবল মাত্র হাতে গোনা নামকরা কয়েক জন লেখক পান রয়েলেটি।
আর যেই লেখক একেবারেই নবীন? তাকে কেউ পাত্তাই দেয়না। তার পাণ্ডুলপি পড়ার মত সময় নেই কোন প্রকাশকের। অনেক অনুরোধ এর পর তারা বলেন ঠিক আছে আপনার পাঁচফর্মা বই পাঁচশত কপি ছাপানোর খরচ বাবদ আপনাকে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা শোধ করতে হবে!!!
এই যখন অবস্থা তখন আমাদের দেশে সাহিত্য প্রেমিক নবীণ লেখকরা বেশ হতাশ। বাংলাদেশ রাইটার্স গিল্ডের কাছে অনেক নবীণ লেখকরা এসেছে এমন অভিযোগ নিয়ে।
আমরা তাদের বেদনা বুঝি। কেননা আমাদেরও এমন অভিজ্ঞতা রয়েছে।
শুধু কি তাই ! টাকা নিয়েও অনেক প্রকাশক প্রতারণা করেন। বই ছাপেন মানহিন কাগজে। পাঁচশত কপির বদলে ১৫০ থেকে ২০০কপি। যেই বইয়ের ভেতর বানান ভুল সহ নানা অব্যবস্থাপনা থাকে।
তাই আগামী বইমেলার আগেই বাংলাদেশ রাইটার্স গিল্ড একটি প্রতিযোগীতার আয়োজন করছে।
শুধুমাত্র নবীণ লেখক যাদের কোন বই কোথাও ছাপা হয়নি।
তাদের কাছ থেকে একটি উপন্যাস এর পাণ্ডুলিপি আহব্বান করছে।
যারা সত্যিকারের আগ্রহী তারা যোগাযোগ করুন।
[email protected]
[email protected]
আশা করছি এই প্রতিযোগীতার মাধ্যোমে আমাদের ব্লগার বা ব্লগের বাইরের যে কোন নবীন লেখক তার সৃজনশীল সাহিত্য প্রতিভার মূল্যায়ন পাবে। প্রকাশিত বইয়ের রয়েলেটিও লেখক পাবে। আমাদের ওয়েব সাইট ভিজিট করে দেখুন।
http://bdwritersguildblog.com/
এই ব্লগের বেশ কয়েকজন ব্লগার ভাইয়ের বই আমরাবই মেলাই ছাপাতে পেরেছি। কৃতজ্ঞা জানাচ্ছি সকল পাঠক আর কমেন্টদাতা বন্ধুদের।
আমাদের লক্ষ উদেশ্য জানতেআমাদের ওয়েব সাইট ভিজিট করুন।
অথবা
আমাদের একটি লিফলেট।
লেখালেখি হোক সমাজ বদলের হাতিয়ার।
বাংলাদেশ রাইটার্স গিল্ড
সাহিত্যর নতুন দিগন্ত।
যারা বিভিন্ন সময়ে আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাদের বলছি আগামী শুক্রবার বিকেল চারটায় আমারে অফিস এ আমন্ত্রন রইল।
ঠিকানাঃ কক্ষ নং - ০৫/ অষ্টম তলা।
৫৬ পুরানা পল্টনলাইন। ঢাকা ১০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




