somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি - বুঝি -নাই !!

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রবাহমান অজানা তথ্যের বিশ্ব
পর্ব-০৩ থেকে পর্ব-১৬

পর্ব-০৩

• ঢাকার ইংরেজি বানান কি জানেন ? DACCA ! ১৯৮২ সালের আগে ঢাকাকে এই নামে ডাকা হতো তবে ১৯৮২ সাল থেকে DHAKA করা হয় ।
• ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চায়। স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু " পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু মজার বিষয়টি হলো " ক্যান - গু- রু" এই শব্দটির অর্থ " আমি - বুঝি -নাই '।
• OK : আমেরিকার গৃহযুদ্ধ কালীন সময়ে সৈন্যরা যখন কোন প্রকার ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত আসত তখন সেলেট পাথরে বড় করে লিখে রাখত " 0 killed" ( হতাহত 0 )। সেই থেকেই O.K শব্দটি প্রচলিত হয়ে আসছে যার
অর্থ সবকিছুই ঠিকঠাক আছে ।
• যদি ১১১.১১১.১১১. সংখ্যাটিকে ১১১.১১১.১১১. দিয়ে গুন করা হয় তাহলে ফলাফল আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬ .৫৪৩.২১।
• ক্যাঙ্গারুদের সামনের পা, পেছনের পা থেকে কিছুটা ছোট হয়। অন্যভাবে বললে, পেছনের পা বেশ বড়ো হয়। শুধু বড়োই নয়, শক্তিশালীও হয় ভীষণ। এই পায়ের ওপর ভর দিয়েই ক্যাঙ্গারুরা একেকবারে তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত লাফিয়ে পেরুতে পারে! আর যখন শিকারীরা তাড়া করে, তখন এই লাফের দৈর্ঘ্য কতো হয় জানেন? সাত থেকে নয় মিটার! আর ওদের যে মোটাসোটা লেজটা আছে, সেই লেজের উপর ভর দিয়ে জাঁকিয়ে বসাটা ওদের দারুণ পছন্দ। তাছাড়া, লাফ দেওয়ার সময় এই লেজ ওদের ভারসাম্যও রক্ষা করে থাকে।

পর্ব-০৪ (WORD)

• Four লিখতে চারটি অক্ষর লাগে। ইংরেজি ভাষায় আর কোনো সংখ্যা নেই যা লিখতে সংখ্যার মানের সমান অক্ষর লাগে।
• সংখ্যাগুলো লিখতে একবারের জন্যও a অক্ষরটির প্রয়োজন হয় না।
• Underground একমাত্র শব্দ যার শুরু এবং শেষে und অক্ষরগুলো আছে।
• ইংরেজি ভাষায় Set শব্দটির এত বেশি সংজ্ঞা আছে যে অন্য কোনো শব্দের তা নেই।
• ইংরেজি ভাষায় সাত অক্ষরের একটি শব্দ Therein, যার মধ্যে থাকা অক্ষরগুলো দিয়ে আপনি the, there, he, in, rein, her, here, ere, herein শব্দগুলো লিখতে পারবেন অক্ষরগুলো কোনো রকম ওলট-পালট না করে।
• ইংরেজিতে One Thousand লিখতে একটি a এর দরকার হয়। কিন্তু One থেকে Nine hundred&ninety nine পর্যন্ত
• ইংরেজী Pen শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে। যার অর্থ পালক। প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো, তাই।

পর্ব-০৫

• মধু হজম করা সহজ কারণ মৌমাছি তো খাবারটা একবার হজম করে আপনার জন্য রেখেছে।
• ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস হাসপাতালের প্রায় সব কর্মীকে বরখাস্ত করা হয়েছিল। কারণ তারা রোগীর বাঁচা-মরা নিয়ে বাজি ধরতো!
• লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়।
• প্রাচীন চীনে ডাক্তারদের একটি আইন মেনে চলতে হতো। রোগী যদি সুস্থ হয়, তবেই তারা ফি পেতেন। আর রোগীর অবস্থা যদি খারাপ হয়ে যায়, তবে উল্টো ডাক্তারকেই গুনতে হতো জরিমানা।
• মিশরীয়রা বরাবরই বিড়ালভক্ত। প্রাচীন আমলে তারা বিড়াল এতোটাই ভালবাসতো যে, পোষা বিড়ালের মৃত্যুর শোকে চোখের ভ্রূ ফেলে দিতো।
• অ্যাংলো-স্যাক্সনদের সময় বড়দিনে মেষপালকদের বিশেষ এক উপহার দেওয়া হতো। উপহারটা কী জানেন? গরুর ১২ দিনের জমানো গোবর। সাগ্রহে ওই উপহার গ্রহণ করত মেষপালকরা।
• ১৮০০ সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড!

পর্ব-০৬

• পৃথিবীর সমান ভূখন্ড সবাইকে সমান ভাবে দান করলে গড়ে ১০০ বঃফুট পাওয়া যাবে !
• জীবন্ত আগ্নেয়গিরীর ৯০% ভাগই পানির নিচে।
• সিংগাপুর মানে সিংহের শহর, কিন্তু প্রাকৃতিকভাবে সেখানে সিংহ নাই।
• গরুর গন্ধশক্তি প্রবল। এটি প্রায় ৬ মাইলদূর থেকে কোনো কিছুর গন্ধপেতে পারে!
• বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে!
• চিতা হল স্থল-প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী!! এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে!! আর মাত্র ৩ সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণিজগতে অদ্বিতীয়।

পর্ব-০৭(অ্যানাকোন্ডা)

• অ্যানাকোন্ডা মানুষকে এড়িয়ে চলে।। এমনকি মানুষের গাঁয়ের গন্ধ পেলেই তারা লুকিয়ে পড়ে!
• যদি শিকার খুঁজে না পাওয়া যায় তবে একটি অ্যানাকোন্ডা বড় একটি শিকারের পর অন্যকিছু না খেয়েও প্রায় ১ বছর কাটিয়ে দিতে পারে!
• অ্যানাকোন্ডার শিকার ধরার পদ্ধতি অন্যান্য সাপের মত নয়।। এটি তার শিকারকে ছোবল দেয় না (যদিও ছোবল দেয়ার জন্য যথেষ্ট বড় বড় দাঁত রয়েছে)!! বরঞ্চ, এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।। এরপর আস্তে আস্তে পুরো শরীরটাই গিলে নেয়!
• অ্যানাকোন্ডা পানির নিচে একটানা ১০ মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতেপারে!! এরপর অক্সিজেনের প্রয়োজনে একে পানির উপরিভাগে চলে আসতে হয়!
• একটি বাচ্চা অ্যানাকোন্ডা জন্মের সময়ই ২ ফুট লম্বা হয়ে থাকে এবং সাতার কাটার পারদর্শী হয়! শুধু তাই নয়, এরা জন্মের সাথে সাথে শিকার ধরা শুরু করতে পারে!

পর্ব-০৮

• সিঙ্গাপুরে একটি মাত্র রেলওয়ে ষ্টেশন আছে।
• হাওয়াই দ্বীপের ভাষার বর্ণমালায় মাত্র ১২টি বর্ণ আছে !
• বিশ্বের সবচেয়ে বেশি নিরক্ষর মানুষের দেশের তালিকায় শীর্ষ দেশ – ভারত।
• রাশিয়ার বিখ্যাত মদ ভদকার অর্থ “সামান্য পানি” যা রাশিয়ান সরকারের মোট আয়ের ১০%।
• প্রতি বছর গড়ে উঃ আমেরিকার বাচ্চারা হাফ বিলিয়ন ডলার খরচ করে চুইং গাম কিনতে।
• প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ জুড়ে অবস্থিত। অন্য সমস্ত মহাসাগর মিলে যত পানি আছে, প্রশান্ত মহাসাগর তার চাইতেও বেশি পানি ধারন করে।
• পারদের তাপমাত্রা দিনের বেলায় প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতের বেলা -১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ।
• ব্রাজিলের Monumental Axis সবচেয়ে প্রসস্ত রাস্তা যেখানে একসাথে ১৬০টি কার চলতে পারে।
• প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লোটপাটের পরিমাণ ২৫০০ ইউ, এস ডলার!!
• আমাদের টেবিলে যে টেবিলক্লথ দেয়া হয় সেটা আসলে ব্যাবহার করা শুরু হয়েছিলো যাতে মেহমানরা খাবারের পর তাদের হাত এবং মুখ মুছতে পারেন!!
• কুমিরের ডিম ফুটে বাচ্চা বের হয়। কিন্তু মজার ঘটনা হল , সদ্য বের হওয়া একটি কুমিরের বাচ্চার আকার হয় ঐ ডিমটার নিজের চেয়েও ৩ গুণ বড় !
• সুন্দরী দেখলে আড়চোখে তাকানো অভ্যাস থাকলে সাবধান, সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন সুন্দরীদের সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মানসিক চাপ বাড়তে থাকে ও শরীরে কোর্ট্রিসল হরমোনের প্রবাহ বাড়িয়ে দেয় যার বাড়তি প্রবাহ হৃদযন্ত্রের নানা রোগের জন্য দায়ী।

পর্ব-৯ (মানুষ)

• স্ত্রী লোকের হ্রদয় পুরুষের চেয়ে দ্রূত গতিতে স্পন্দিত হয় ।
• মানুষ এবং কলার ডিএনএর মধ্যে প্রায় 50 শতাংশ মিল আছে।
• প্রাণিকুলে মানুষই একমাত্র প্রাণী, যারা চিৎ হয়ে ঘুমোয়!!
• যমজ ছাড়া পৃথিবীর প্রত্যেকটি মানুষের শরীরের গন্ধ আলাদা।
• আপনি যদি খুব বেশি খেয়ে ফেলেন তবে আপনার শ্রবণশক্তি কমে যায়!
• আনন্দদায়ক কিছু দেখলে আমাদের চোখের পিউপিল ৪৫% বেশী বড় হয়ে পড়ে।
• আপনার নাক মোটমাট ৫০,০০০ রকমের ভিন্ন ভিন্ন গন্ধ অনুভব করতে সক্ষম!
• আমেরিকান মিসেস লরেন লোহার তৈরি ফুসফুস নিয়ে ৩৭ বছর ৫৮ দিন বেঁচে ছিলেন।
• ব্রেনের কোন যন্ত্রনার অনুভূতি নাই এমন কি একে কেটে ফেললেও কোনও যন্ত্রনা হয় না।
• ৬০ বছর বয়স থেকে প্রায় ৬০% পুরুষ এবং ৪০% নারীরাই নাক ডাকা শুরু করে!
• ১৮১২ সালে ৮.৬ মাত্রার ভূমিকম্পে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্যে উল্টো দিকে প্রবাহিত হয়!
• চোখের কর্ণিয়া: দেহের একমাত্র অংশ যে রক্ত সঞ্চালন পায় না, সে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়।
• তথ্য বেশি হয়ে গেলে মানুষের মস্তিষ্ক ইচ্ছা করেই অনেক তথ্য ভুলে যায়, যাতে সে নতুন তথ্য সংরক্ষণ করতে পারে।
• বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি, প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ১১৬ বা তারচেয়ে বেশি বছর বেঁচে থাকে!
• ১০ লাখেরও বেশি খুদে নালি দিয়ে মানুষের কিডনি তৈরি। দুই কিডনির নালিগুলো জোড়া দিলে ৪০ মাইল লম্বা হবে।
• যদি বাকি সব পারিপার্শ্বিক অবস্থা আপনার অনুকূলে থাকে তবে কোনোরকম খাবার গ্রহন না করে, শুধু পানি খেয়ে আপনি ১ মাস এমনকি ২ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারবেন!
• রোগা স্বাস্থ্যের অধিকারীর চেয়ে মোটা লোকের পানিতে ভেসে থাকতে সুবিধা বেশি!! কারণ মোটালোকের চর্বিতে থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অসংখ্য বায়ুকোষ!! বাতাস যেহেতু পানির চেয়ে হালকা, কাজেই চর্বিওয়ালা মানুষের অধিক সময় ভেসে থাকতে সুবিধাটাও হয় বেশি!!
• আমরা অনেকেই কানে খৈল হওয়াটাকে পছন্দ করি না!! এমনকি খোঁচাখুঁচি করে বের করে ফেলি!! কিন্তু জেনে রাখুন, কানের খৈল আপনার কানের ভেতরে সুক্ষ এবং স্পর্শকাতর পর্দাকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে!! এমনকি এটি ব্যাকটেরিয়া, ছত্রাক, ধুলাবালি, ছোট ছোট পোকামাকড় থেকেও আপনার কানকে বাঁচায়!

পর্ব-১০(ইঁদুর)

• পৃথিবীর সবচেয়ে উঁচু দালান সিয়ার্স টাওয়ারের জানালার সংখ্যা মোট ১৬ হাজার!!
• ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!
• ইঁদুর প্রাণীজগতে প্রায় সব প্রাণীকে বংশবৃদ্ধির প্রতিযোগিতায় টেক্কা দেয়ার সামর্থ্য রাখে!! মাত্র ১ বছর সময়ে একজোড়া ইঁদুর ১৫,০০০ হাজার বাচ্চা দিতে সক্ষম!!
• পৃথিবীতে প্রতি বছর যত ফসল নষ্ট হয় তার ৩৩% ক্ষতি ইঁদুরের মাধ্যমে হয়ে থাকে!!
• অনেকসময় আগুন লাগার পর তার কারণ জানা যায় না!! বিজ্ঞানীরা জানিয়েছেন, অজানা আগুন লাগার কারণ অনুসন্ধানে দেখা গেছে তাদের ২৫% ইঁদুরের নড়াচড়া বা দৌড়াদৌড়ির কারণে সূত্রপাত ঘটে!!

পর্ব-১১

• ভারতে যে পরিমাণ গরু আছে, তা আমেরিকার মোট গাড়ির চেয়ে বেশি।
• পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
• কাঠবিড়ালীরা পিছু হটতে পারেনা। পেছন যেতে চাইলে পুরো উল্টা ঘুরে পিছন যেতে হয়।
• পাখিদের মধ্যে আলবাট্রস স্রেফ ডানা মেলে রাখলেই দিনভর আকাশে ভেসে থাকতে পারে!! ডানা নাড়ার প্রয়োজন পড়ে না!!
• জিরাফের জিহ্বা কালো।
• আকাশে কত তারা জানেন? যদি প্রতি সেকেন্ডে একটা করে তারা গুনত তবে গ্যালাক্সি মোট তারা গুনতে আপনার সময় লাগবে তিন হাজার বছর।
• একটা শামুক কত লম্বা হতে পারে জানেন? ৯১ সেন্টিমিটার! মানে প্রায় তিন ফুট!
• মুরগির ডিমের চেয়ে ২৪ গুণ বড় উটপাখির ডিম।

পর্ব-১২

• উইলিয়াম সেক্সপিয়ার তার জন্মদিনে মৃত্যু বরণ করেছিলেন।
• ইউটিউবে যত ভিডিও আছে একজন মানুষের ১৭০০ বছর লেগে যাবে সব দেখতে।
• একটি গবেষণায় দেখা গেছে iPhone ইউজাররা সাধারণ মানুষের চেয়ে বেশি ওজনের হয়।
• প্রতি ৬ মিনিটে আমেরিকাতে একটা ধর্ষণের রিপোর্ট করতে হয়।
• যদি আপনার ৩ বেলা করে ৩ সপ্তাহ খাওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনি পৃথিবীর ১৫% ধনী মানুষের একজন।

পর্ব-১৩(বাংলাদেশ)

• বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান- ১০০ চ্যানেল নামে পরিচিত।
• বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.
• বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
• বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।
• বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর প্রায় ৮০% পানির উৎস হচ্ছে হিমালয়।
• বাংলাদেশে বসবাসকারী উপজাতি জনসংখ্যা ১৫লক্ষ ৮৬ হাজার যা মোট জনসংখ্যার ১.১০%।
• বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা ৪৫ টি [সুত্র : পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ]
• বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা। বাংলাদেশের ২য় বৃহত্তম উপজাতি সাঁওতাল ।
• বাংলাদেশের অধিকাংশ উপজাতি পিতৃপ্রধান। বাংলাদেশের গারো এবং খাসিয়া উপজাতি মাতৃতান্ত্রিক।
• বাংলাদেশে সবচেয়ে বেশি উপজাতি বাস করে পার্বত্য চট্রগ্রামে। এখানে মোট ১১ টি উপজাতি বাস করে।
• ইন্টারনেটের গতির দিক থেকে শীর্ষ দেশ দক্ষিণ কোরিয়া (গড় গতি ২২.১ এমবিপিএস) আর সবার শেষে আছে বাংলাদেশ ও মাদাগাস্কার (গড় গতি ১ এমবিপিএস)।
• বর্তমানে বিশ্বে মেগাসিটি- ২৭ টি। শীর্ষ…-টোকিও। ঢাকার অবস্থান ১৯তম। (উল্লেখ, ১ কোটি বা অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলে)
• দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

পর্ব-১৪
• চাঁদের পাথরগুলি পরীক্ষা করে দেখা গেছে সেগুলি ৪৭ লক্ষ বছরের প্রাচীন।
• যত বড় অপরাধ করুক না কেন, ব্রিটেনের রানীকে পুলিশ গ্রেফতার করতে পারবে না।
• ৬৯ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও রাশিয়া ও জাপান এখন পর্যন্ত কোন শান্তি চুক্তি হয়নি।
• আমেরিকায় যত ডিম উৎপন্ন হয় এর দ্বারা সারা দুনিয়া জুড়ে একটা বেষ্টনি তৈরি করা যাবে।
• প্রতিদিন গড়ে ১০০টন কসমিক ধুলিকনা পৃথিবী পৃষ্ঠে পতিত হয়।
• রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়।
• বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে !
• পৃথিবীতে সর্বমোট ১২৫ প্রকারের বানর পাওয়া যায়!! বানর খুব সহজেই রেগে যেতে পারে!! তাই সর্বদা নিরাপদ দূরত্বে থাকুন!! একটা বানরের চোখে চোখ রেখে ৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে সে আপনাকে নিজের শত্রু মনে করতে পারে!! দক্ষিন আমেরিকার আমাজনে পাওয়া যায় “হাওলার মাঙ্কি”বা “হাওলার বানর” যাদের চিৎকারের শব্দ প্রায় ১০ মাইল দূর থেকেও শোনা যায়!

পর্ব-১৫

• পৃথিবীর যে স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তা হল ভারতের চেরাপুঞ্জি।
• পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হল জাপানের টোকিও! এখানে থাকতে হলে পর্যটককে বিপুল অর্থ নিয়ে আসতে হয়!!
• রাশিয়া ভেঙ্গে অনেক নতুন নতুন স্বাধীন দেশ তৈরি হচ্ছে, তারপরও রাশিয়াই আয়তনে সবচেয়ে বড় দেশ!
• অস্ট্রিলিয়ার ডাকাবিল পাখি ডিম পাড়ে, অথচ বাচ্চাকে দুধ পান করায়।
• একটি মৌমাছি ঝাঁকে ৩০,০০০ পর্যন্ত মৌমাছি থাকে।
• প্যারাগুয়ের স্টেরিয়া নামক একপ্রকার মাছ চিনির চেয়ে কয়েক গুণ বেশি মিষ্টি।
• একটি গলদা চিংড়ি একসাথে ৩ লক্ষ ডিম পাড়ে।
• ব্রাজিলিয়ান প্লে মেকার কাকা গোল করেছে এমন কোন ম্যাচে হারেনি ব্রাজিল । তিনি ব্রাজিলের হয়ে গোল করেন ২৯টি, যেগুলো করেন ২৬ ম্যাচে । ওই ২৬ ম্যাচে ব্রাজিল শুধুমাত্র একটা ম্যাচে ড্র করে, বাকি ২৫ টি ম্যাচ এই জিতে ব্রাজিল।
• মহিলারা দিনে গড়ে ৭ হাজার শব্দ বলে, যেখানে পুরুষরা বলে মাত্র ২ হাজার শব্দ।
• আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।
• বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বৃহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া) এবং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)।
• আফ্রিকার জঙ্গলে কৃষ্ণমৃগ নামের এক ধরনের হরিণ জীবনে কখনো পানি পান করে না।
• অ্যাঙ্গোলা দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। ১৯৭৫ সাল পর্যন্ত এটি পর্তুগালের অধীনে ছিল এবং পর্তুগিজ পশ্চিম আফ্রিকা নামেও এটি পরিচিত ছিল।
• গবেষণায় দেখা গেছে, সুন্দরী নারীর উপস্থিতি পুরুষদের বোকার মতো আচরণ করতে প্রভাবিত করে।
• যারা দেরি করে ঘুমায় তারা যারা তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি জেগে ওঠে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান।
• জরিপে দেখা গেছে, যদি একই সময়ে 'পিজা হোম ডেলিভারি' এবং অ্যাম্বুলেন্সকে ¬ ফোন করা হয়, তাহলে পাঁচবারে কমপক্ষে দু'বার পিজা আগে আসে।
• পৃথিবীর সমস্ত মানুষের ওজনের তুলনায় সমস্ত পিঁপড়াদের ওজন বেশি।
• পারমাণবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235-U238) । (১ কেজি ইউরেনিয়াম যে পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় ঐ পরিমান বিদ্যুৎ উৎপন্ন করতে ১৭০০ টন তেল বা ৪৫০০ টন কয়লা লাগবে)
• বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো ।
• প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান- আনোয়ার সাদাত ।
• যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চলে নিজস্ব আইন, রীতি পদ্ধতিতে। এক রাজ্যের আইন অন্য রাজ্যে মানার প্রয়োজন নেই। আর নিজস্ব আইন থাকায় কেন্দ্রের আইনও তোয়াক্কা করে না লোকে।
• নেভাদায় বৌ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আধ ঘন্টা বেঁধে রাখা হবে। তার বুকে ‘বউ পিটিয়ে’ লেখা পোস্টার লাগিয়ে দেওয়া হবে
• টয়লেট এ গোলযোগের কারনে ২য় বিশ্বযুদ্ধে জার্মানির একটি সাব মেরিন ডুবে যায় ।
• কুমিরের দাঁত পড়ে গেলেও কোন সমস্যা নেই। একটা দাঁত পড়ে গেলেই কয়েকদিনের মধ্যেই সেখানে নতুন আরেকটা দাঁত গজায়। এমনকি বুড়ো বয়সেও।
• বিগত চার হাজার বছর মানুষ নতুন কোন প্রাণীকে পোষ মানাতে পারেনি।
• বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ বন্ধ অবস্থাতেই থাকে।
• চীনে কোন জাতীয় ফুল ও পাখি নেই।
• প্রাচীনকালে গ্রীক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করতো।
• ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।
• কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।
• স্বপ্ন হচ্ছে দৃশ্যমান কোনো বস্তু অপেক্ষা বেশি কিছু এবং অন্ধ লোকও স্বপ্ন দেখে। অন্ধ লোকটি স্বপ্নে ছবি দেখতে পারে কি না তা নির্ভর করে তারা জন্মকালীন অন্ধ বা জন্মের পর দৃষ্টিশক্তি হারিয়েছে কি না তার ওপর।
• স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।
• জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।

পর্ব-১৬

• বিদেশে প্রথম শহীদ মিনারঃ জাপানের রাজধানী টোকিওর ইকেবুকুরো পার্কে ২০০৬ সালের ১৬ এপ্রিল উদ্বোধন হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি ইতিমধ্যে সুইডিশ ও জাপানিজ ভাষায় অনূদিত হয়েছে।
• সবাই মনে করে উট-ই বুঝি সবচেয়ে বেশিদিন পানি পান না করে থাকতে পারে। কিন্তু অদ্ভুত তথ্য হলো, একটা ইঁদুর, উটের চেয়েও বেশিদিন পানি পান না করে বেঁচে থাকতে পারে।
• ওক গাছ প্রায় ২০০ বছর বেঁচে থাকতে পারে। আর ৫০ বছর বয়স না হলে এই গাছে কোন ফল ধরে না।
• land mass বা জমি ভরাটের উপর ভিত্তি করে আর্জেন্টিনা বিশ্বের বৃহত্তম অষ্টম দেশ।
• আর্জেন্টিনাই একমাত্র দেশ যে দেশ,জাতিসংঘ,বিশ ্ব বাণিজ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য।
• অর্থনৈতিক দিক থেকে আর্জেন্টিনা লেটিন আমেরিকার ৩য় বৃহত্তম শক্তি
• আর্জেন্টিনা শব্দের হলো"রূপা"।
• বিজ্ঞানে তিনটি নোবেল পুরস্কার পেয়েছে আর্জেন্টিনা।
• মানুষের মাথার চুল মৃত্যু অবধি বাড়তে থাকে। এভাবে মানুষের চুল প্রায় ৫৯০ মাইল লম্বা হতে পারে।
• বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা- ১৯৫ টি (সর্বশেষ: দক্ষিণ সুদান, ৯জুলাই ২০১১)।
• পৃথিবীর ২টি দেশ এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত- রাশিয়া ও তুরস্ক।
• পৃথিবীর কোন শহর বা নগর ২টি মহাদেশে অবস্থিত- ইস্তাম্বুল (তুরস্ক)।
• বিশ্বে ২টি দেশ জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান সিটি ও কসোভো।
• পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র- ইতালি। কারণ এর মধ্যে ভ্যাটিকান সিটি ও সানম্যারিনো অবস্থিত।
• হামিং বার্ড একমাত্র পাখি, যা পেছন দিকে উড়তে পারে।
• আইফেল টাওয়ার সাত বছর পর পর রং করা হয়।
• প্রজাপতি পায়ের পাতার সাহায্যে গন্ধ নেয়।
• হাঁস মাথা না দুলিয়ে হাঁটতে পারে না।
• দুটি ভিন্ন মাকড়সার জালের নকশা কখনোই এক হয় না।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×