আমার কোনো সমবেদনা নাই ওনার ছোট বনের মৃত্যুতে! এতে ইন্নালিল্লাহি......... পড়তে পারবনা স্যরি। কারন এরাই হচ্ছেন তারা, যারা লক্ষ বোনের মৃত্যুর কারন হয়েছিলেন একাত্তুরে! আমি শুধু ঘৃণা করি এদের, অনেক ঘৃণা।
শয়তানটা মুক্তি পাইসে কয়েক ঘনটার জন্যে, (পড়ুন এখানে) কিন্তু মানুষখেকো বাঘের সামনে কি সাধারন মানুষ এক মিনিটও নিরাপদ?
আমি সমর্থন করিনা এরকম মানুষের প্যরোল !!
আস্তাকুরে নিক্ষেপ করি পৃথিবীর এইসব দুর্গন্ধময় আবর্জনাদের!!
আর সুন্মানিত শিবির-জমাত ভাইয়েরা হের নিঃশর্ত মুক্তি চায়!!! রাগে গা-মাথা সব জলতেছে আমার। শয়তানগুলার অলৌকিক চেহারা মুবারক দেখলেই রক্ত গরম হয়ে যায়!! জিহাদী হইতে ইচ্ছে করে, দেশের পক্ষে জিহাদ করে এই জারজগুলাকে "শহীদ" করে দিয়ে আমার সোনার বাংলাকে স্বাধীন করতে ইচ্ছে করে, সত্যিকারের স্বাধীন~ ~ ~
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



