জানতাম বিজয় আসবেই! শাহবাগ তথা প্রজন্ম চত্বর এখন বিজয়েরই পথে,
"হাল ছেড়না বন্ধু আমার
ধর শক্ত হাতে বরং!"
কয়েকটি সুসংবাদ via Muhaymin Choudhury
-----------------------------------------------------
১. গোলাম আযমের গ্রামের ঘরবাড়ী ভেঙে দিয়েছে গ্রামবাসীরা।
২. কয়েক জায়গায় ইসলামী ব্যাংকেরও এটিএম বুথ ভেঙে দেওয়া হয়েছে।
৩. কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি প্রণয়নের উদ্দেশ্যে আইন সংশোধন করা হচ্ছে।
৪. দিগন্ত টিভির সম্প্রচারও অনেক ক্যাবল অপারেটর বন্ধ করে দিচ্ছে।
৫. দেশের বিভিন্ন স্থানে 'দৈনিক সংগ্রাম', 'দৈনিক নয়া দিগন্ত' ও দৈনিক 'আমার দেশ' পত্রিকা পুড়িয়ে দিয়েছে তরুণ প্রজন্ম।
৫. চট্টগ্রামে হরতালের ডাক দিয়েও ছাগুরা ভয়ে মাঠে নামতে পারেনি।
৬. কবীর সুমনের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পীরাও। শিরোনামহীন কাল্কে ৬টায় উপস্থিত থাকবে। এর আগে বাপ্পা মজুমদারও ফেসবুকের মাধ্যমে বিদেশ থেকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। আগামীকাল অর্থহীনও মাঠে উপস্থিত হতে যাচ্ছে।
জয় বাংলা!!!!!!!!!!!!
জয়য়য়য়য়য়য় বাংলা!!!!!!!!
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



