তোমাতে করিনু দৃষ্টিপাত
দেখিনু তোমার আঁখি, খেয়ালে কাটিল রাত,
বিহনে তোমার আঁখি জল আর হবেনা নতুন প্রভাত।
এ ক্ষণে ত্যাগিয়া সকলি,
তোমারই পানে,
হেরিনু মেঘের সনে।
তুমি বিস্তৃত হও আমাতে প্রিয়া,
তোমা মাঝে অজান্তে হারায়েছি হিয়া
প্রান-মন সকলি দিয়েছি, সন্নিকটে রাখো ধরিয়া ।
পূর্ণতা দানে ধন্য করো জলধারা মোরে,
মৃদু মাথা রাখো বুকের পরে, কল্প শিয়রে,
হেথা নাই শয়ন যদিবা তোমার পরী, বেদনা দেখাবো কাহারে।
শুভ্র আঁধারে ডুবতে এলেম ও চোখে,
লোচনমাঝের নীল বেদন, আপন বিনে কে দেখে,
তাই হৃদয়ে হৃদয় রাখিয়া,
করিনু দৃষ্টিপাত,
দেখিনু তোমার আঁখি, খেয়ালে কাটিল রাত,
বিহনে তোমার আঁখিজল আর, হবেনা নতুন প্রভাত।
উর্বশী, শর্বরী, মায়া কিন্নরী,
ইন্দ্রাণী পরী, বোধহীন আমি ডাকিব কি করি,
বুঝিয়াছি সব যুঝিয়াছি আপন মনেতে, ফেরাতে পারিনি আঁখি পল তবু, কৃষ্ণলোচনে মরি।
ভিড়িয়াছি দেখো তোমারই দলে
খেলিয়াছি তোমারি জল-কল্লোলে,
হয়ত কল্পকথা! তবু মরিয়াছি লক্ষ-কোটিবার তোমার হাঁসিমুখ শতদলে।
তুমি সুষমা, প্রিয়া পরমা যাপিত ক্ষণের হাহাকার,
কালের ক্ষেপণ, মানে না তো মন, ফিরিয়া চাইছে বারেবার,
ওষ্ঠ রঙ্গিনে, তোমা মাঝে শুধু; বাকি সব বিনে, সাধ জাগে বড় মরিবার।
প্রথম লাইনের জননীকে উৎসর্গ করছি।
এবং মোনালিসার চোখ ধার করেছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





