পুরোটা পড়তে পারলে ধন্য হতাম তবে হাঁসির মাত্রা এতো বেশী আসছিল যে সম্ভব হল না।
তবু যতটা বুঝলাম, মেলা সম্ভবত কয়েক ঘণ্টা পরে শেষ হবে।
হায় সামু এ তুমি কি করলা!!!
ফিউশন ফাইভের পোস্ট এ যখন শত শত মানুষ স্টিকি চায়, সামু টিনের চশমা পড়ে নিরপেক্ষ ভ্যাক লয়!
এদিকে ছাগুমারকা পোস্ট সারাদিন রিপোর্ট করলাম, পোস্ট দিয়া অবসান চাইলাম, মডু আবারও টিনের চশমা পইড়ালাইল।
সামু ব্লগকে একটি নিরপেক্ষ ব্লগ বানাইতে গিয়া এ কি হাস্যকর স্টিকি হইলো এই বিষয়ে উচ্চতর গবেষণার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাকাল্টি খোলার আহবান জানাচ্ছি।
তবে সবথেকে তেব্র যে দাবীটি রাখতে চাই, আমার প্রানপ্রিয় মডু ভাইদের শেষ হয়ে যাওয়া মেলার পোস্টটি সামনে আনার গুরু দায়িত্ব পালন করার জন্যে উনাকে "স্টিকি করে ফেলার একটি ভয় ভয় আবেদন জানাচ্ছি(ব্যাফুক ভয় এবং ব্যান নিয়ে চিন্তার ইমো হইবে)।
দেশে তো খালি মেলা চলতেছে, ক্যাচাল না।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




