![]()
ঐন্দ্রিলা-
সে বিকেলের গল্প তোমায় বলা হয়নি।
সেদিন তুমি ছিলে,
আনন্দের মিছিলে।
আমি ছিলেম আর
হাতধরে তোমার।
সে বিকেল শতাব্দি পরেও ভোলা হয় নি।
কিছু স্বপ্ন শীতল হাওয়ার পরশ ছিল,
চুলগুলো এলোমেলো আর আকাশ আবছা নীল।
সূর্যালোক কোমল ছিল মেঘের আনাগোনায়,
তুমি বাস্তব ছিলে কিছুটা, কিছু কল্পনায়।
শুন্যতায় অবাস্তবতা ছিল আর ধ্রুব সময়,
লালচে গালে আদর ছিল লালচে স্বপ্নময়।
ঐন্দ্রিলা-
সে বিকেলের গল্প তোমায় বলা হয়নি।
সেদিন তুমি ছিলে,
আনন্দের মিছিলে।
আমি ছিলেম আর
হাতধরে তোমার।
সে বিকেল শতাব্দি পরেও ভোলা হয় নি।
তুমি ছিলে ঐন্দ্রিলা! বুকের পরে এলিয়ে মাথা,
চুলের সুবাস ছিল, কবিতা ছিল, মিষ্টি কিছু কথা।
তোমার গান ছিল, ছন্দে আবেগ ছিল, মন হারিয়েছিল
হারাবার আশংকাহীন কতো গল্প করছিল স্বপ্নিল।
আর্দ্র অধর ছিল একটু পিপাসা আর অনুমতির মৌনতা,
খানিক পাগলামি আর সন্নিকট হবার সংকোচ স্তব্ধতা।
ঐন্দ্রিলা-
আজ বিকেলের গল্প তোমার জানা হয়নি।
সেদিন তুমি ছিলে,
আজ কোথায় হারালে।
আমি ছিলেম আর
আজ অন্বেষণ তোমার।
এ বিকেল শতাব্দি পরেও বদলে যায়নি।
আজ বিকেলের কোমল আলো রয়েছে,
কিছু পিপাসা, গল্প-কথা-কবিতারা আছে।
দৃষ্টিতে বিষণ্ণতা ভর করে আবছা নীল তবু,
যায়না হারিয়ে দৃষ্টি তোমার, সুবাস চুলের কভু।
স্বপ্ন দুঃস্বপ্ন বিরাজমান, শুধু অস্তিত্বহীন তুমি
তবু অস্তিত্বে প্রবল হৃদয় এপিটাফের প্রস্তর চুমি।
উৎসর্গ "শুভ বিদায়" শব্দদ্বয় এর প্রতি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




